শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন রাজীব মণি দাস
শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ডে-২০২২ ভূষিত হলেন নাট্যকার রাজীব মণি দাস। শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে রাজধানীতে এক আয়োজনে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে তাকে পুরস্কার দেয়া হয়।
এ সময় রাজীব মণি দাসের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক সচিব ও বিটিআরটিসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এম শফিক উদ্দিন অপু।
রাজীব মণি দাস এ পর্যন্ত প্রায় একশত একক নাটকের পাশাপাশি ১৩টি ধারাবাহিক নাটক লিখেছেন। তার লেখা গানের সংখ্যা প্রায় ৩০টি। এ পর্যন্ত উপন্যাস লিখেছেন ৪টি ‘তাহার জন্য আর কোনো চিন্তা নেই’, ‘মি. ব্রেইন’, ‘বাবা’ ও ‘এক পশলা বৃষ্টি’। এ পর্যন্ত ২০টির অধিক বিজ্ঞাপনের কনসেপ্ট তৈরি ও নির্মাণ করেছেন।
সংস্কৃতিতে অবদানস্বরূপ রাজীব মণি দাস আরও যে সকল অ্যাওয়ার্ড পেয়েছেন তার মধ্যে অন্যতম হলো- বাবিসাস অ্যাওয়ার্ড-২০২২, শেরে বাংলা এ কে ফজলুল হক স্বর্ণ পদক-২০২১, বেগম রোকেয়া সম্মাননা স্মৃতি পদক-২০২০, পল্লীকবি জসীম উদ্দিন স্মৃতি পদক-২০১৮, এজেএফবি অ্যাওয়ার্ড-২০১৯, প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্বর্ণ পদক-২০১৫, সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পদক-২০১৪, মাদার তেরেসা স্মারক সম্মাননা-২০১৩, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্মাননা-২০১৩।
সম্মাননা প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, ‘কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা সবাই দোয়া ও আশীর্বাদ করবেন যাতে সামনের দিনগুলোতে আরো ভালো নাটক, গান, উপন্যাস পাঠক-দর্শকদের উপহার দিতে পারি।’
বর্তমান কাজের ব্যস্ততা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সামনে ৫টি একক নাটক, ১টি ধারাবাহিক নাটক এবং সবুজ ছায়া গ্রুপের ২টি বিজ্ঞাপনের কাজ হাতে রয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: