• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিচ্ছেদের পথেই কি অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক!

প্রকাশিত: ০০:৫৫, ২২ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বিচ্ছেদের পথেই কি অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক!

বিচ্ছেদের পথেই হাঁটছেন অভিষেক ও অ্যাশ- এই গুঞ্জনের পালে হাওয়া দিতেই যেন এবারে  ঐশ্বরিয়া শ্বশুর বাড়ি ছেড়েছেন বলে রটনা রটেছে। এভাবেই ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনটি ক্রমশ ডালপালা ছড়াচ্ছে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মেয়ে আরাধ্যাকে নিয়ে অমিতাভের বাসভবন ছেড়ে বাবার বাড়িতে উঠেছেন অভিষেক ঘরণী। তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা একেবারেই স্বাভাবিক ঘটনা নয়। শোনা যাচ্ছে, শাশুড়ি জয়া ও ননদ শ্বেতা নন্দার সঙ্গে কথা কাটাকাটির জেরেই নাকি বাড়ি ছাড়া হয়েছেন ঐশ্বর্য ও আরাধ্যা। তবে এ প্রসঙ্গে অভিষেক, জয়া ও অমিতাভের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দেড় দশকের বেশি সময় ধরে বিবাহবন্ধনে আবদ্ধ আছেন অভিষেক-ঐশ্বরিয়া। দীর্ঘ সময় পর এ তারকাদ্বয়ের বিচ্ছেদের গুঞ্জন তাদের ভক্ত ও অনুরাগীদের মনে হতাশার জন্ম দিয়েছে।

বিভি/জোহা/টিটি

মন্তব্য করুন: