• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঈদে আসছে বুবলী অভিনীত দুটি সিনেমা

প্রকাশিত: ১৯:২৪, ১০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ঈদে আসছে বুবলী অভিনীত দুটি সিনেমা

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। খুব অল্প সময়েই নিজের অভিনয়গুণে ও দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু কি তাই, দেশের গণ্ডি পেরিয়ে চলতি বছর ওপার বাংলার সিনেমা জগতে পা রেখেছেন। গত বছরের ঈদুল ফিতরে দুটি চলচ্চিত্র নিয়ে প্রেক্ষাগৃহে সরব ছিলেন এই নায়িকা।জানা গেছে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। চলতি বছরও সিনেপ্রেমীদের মন মাতাতে দুটি ছবি নিয়ে আসছেন বুবলি।

২০২৩ সালে ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘লোকাল’ সিনেমার মাধ্যমে দর্শকদের মন মাতিয়েছেন বুবলী।'লিডার আমি বাংলাদেশ' ঈদুল ফিতরের অন্যতম ব্যবসাসফল ছবি ছিল। এবারেও ঈদুল ফিতরে দুই সিনেমা নিয়ে প্রস্তুত এই দর্শকনন্দিত নায়িকা। এর মধ্যে একটি মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ এবং অন্যটি জসিম উদ্দিন জাকিরের ‘মায়া: দ্য লাভ’।

সরকারি অনুদানে নির্মিত ‘দেয়ালের দেশ’ সিনেমায় বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন শরিফুল রাজ। প্রথমবারের মতো জুটি হয়ে এই সিনেমায় অভিনয় করেছেন তারা। ইতোমধ্যে সিনেমাটি মুক্তি উপলক্ষে প্রকাশ পেয়েছে দুটি পোস্টার। প্রতিটি পোস্টারেই রয়েছে রহস্যের ছাপ।

'দেয়ালের দেশ' সিনেমায় অভিনয় প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমরা প্রায়ই বলি, ভিন্ন রকম গল্প, চরিত্র একেবারে অন্যরকম। কিন্তু অনেক সময় পর্দায় বিষয়টা পরিষ্কার বুঝা যায় না। এই সিনেমাটা তার ব্যতিক্রম। আশা করছি, নিরাশ হবেন না সিনেমাপ্রেমীরা। আমাকে দর্শকরা নতুনভাবে আবিষ্কার করবেন। আমি ঈদের সিনেমার জন্য প্রস্তুত হয়ে আছি।'

অন্যদিকে জসিম উদ্দিন জাকির নির্মিত ‘মায়া: দ্য লাভ’ সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন একজন নয়, তিনজন নায়ক। পর্দায় এই নায়িকার সঙ্গে দেখা যাবে আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক এবং জিয়াউল রোশানকে।

সিনেমাটির গল্পে দেখা যাবে, বুবলিকে পাগলের মতো ভালোবাসে মিলন। কিন্তু সে ভালোবাসে রোশানকে। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের আসর থেকে সাইমনের হাত ধরে পালিয়ে যাবে বুবলি। তবে চিত্রনায়ক সাইমন সাদিকের সাথে পালিয়ে যাবার সিদ্ধান্ত গ্রহণের কারণ জানতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে 'মায়া: দ্য লাভ’।

প্রসঙ্গত, এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আরো আছে শাকিব খান অভিনীত 'রাজকুমার',শরীফুল রাজ অভিনীত 'ওমর' ও 'কাজলরেখা'। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার সিনেমা জ্বিন ২ ও পুটু এবং মোহাম্মদ ইকবাল পরিচালিত 'ডেডবডি'। তবে শেষ পর্যন্ত কোন সিনেমা প্রেক্ষাগৃহ পর্যন্ত পৌঁছে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে।

 

বিভি/জোহা/রিসি 

মন্তব্য করুন: