• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

৯৬তম অস্কার: ওপেনহাইমারের জয়জয়কার

প্রকাশিত: ১২:০১, ১১ মার্চ ২০২৪

আপডেট: ১২:০১, ১১ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
৯৬তম অস্কার: ওপেনহাইমারের জয়জয়কার

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অস্কারের ৯৬তম আসরে সেরা সিনেমার পুরস্কার জিতেছে 'ওপেনহাইমার'। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেতাসহ সাতটি বিভাগে পুরস্কার জিতেছে এই ছবি।

বাংলাদেশের স্থানীয় সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। 

চলচ্চিত্রে ২০২৩ সালের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৬তম অস্কারে ২৩টি শাখায় পুরস্কার দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটির প্রায় ১১ হাজার ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে 'ওপেনহাইমার' নির্মাণের জন্য সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান। একই সিনেমায় অভিনয় সেরা অভিনেতার পুরস্কার উঠেছে কিলিয়ান মারফির হাতে। 

৯৬ তম অস্কার আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। 'পুওর থিংস' ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন: