• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঈদে মুক্তির তালিকায় যুক্ত হলো পূজা চেরির ‘আগন্তুক’

প্রকাশিত: ১৩:১৪, ১২ জুন ২০২৪

ফন্ট সাইজ
ঈদে মুক্তির তালিকায় যুক্ত হলো পূজা চেরির ‘আগন্তুক’

আসন্ন ঈদুল আজহায় মুক্তির জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়েছে চারটি সিনেমা। ঈদ একেবারে সন্নিকটে। ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত তুফান, ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ বর্তমানে তাদের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত। এর মধ্যে শোনা যাচ্ছে এই তালিকায় যোগ হয়েছে আরও এক ছবি।  নতুন এই সংযোজন হচ্ছে নায়িকা পূজা চেরি অভিনীত সিনেমা ‘আগন্তুক’।

এর ফলে রোজার ঈদে এক ডজন ছবি মুক্তি পেলেও এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে সর্বমোট পাঁচটি ছবি।

"আগন্তুক" মুক্তির খবরটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন  সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি। তিনি বলেন, 'এ বছরের ভ্যালেন্টাইনে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু দরদ আসবে জেনে আর মুক্তি দেইনি। এবার আমাদের আরেক ছবি 'জংলি' মুক্তির কথা ছিল। শেষ করতে না পারায় রেডি থাকা সিনেমা আগন্তুক ঈদে মুক্তি দিচ্ছি।

গত সোমবার (১০ জুন) আগন্তুক আনকাট সেন্সর পেয়েছে। তাই মুক্তিতে বাঁধা নেই উল্লেখ করে প্রযোজক ও পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, 'সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ইতোমধ্যে আলাপ করেছি। ‘আগন্তুক’ তারা প্রদর্শন করবেন বলে জানিয়েছেন।'

জানা যায়, দু'বছর আগেই এর শুটিং শেষ হয়েছিল।কিন্তু পোস্ট প্রডাকশন সম্পন্ন না হওয়া এতোদিন ‘আগন্তুক’র মুক্তি আটকে ছিল।

সুমন ধর পরিচালিত আগন্তুক সিনেমায় পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ। 

 

বিভি/জোহা/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2