• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

‘হারামে আরাম নাই’ প্রতিপাদ্যে বাবরের ওয়েব-ফিল্ম ‘বেগমপাড়া’

প্রকাশিত: ২০:৫৭, ১৪ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
‘হারামে আরাম নাই’ প্রতিপাদ্যে বাবরের ওয়েব-ফিল্ম ‘বেগমপাড়া’

‘হারামে আরাম নাই’ প্রতিপাদ্যে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা কামাল হোসেন বাবর। ওয়েব ফিল্মটাতে দেখা যাবে কানাডার বসবাসরত মানুষের হাস্যরসার্তক জীবনের গল্প । প্রাথমিক ভাবে এটার নাম রাখা হয়েছে ‘বেগমপাড়া’।

ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন আরফান আহমেদ, বাবরসহ আরো অনেকেই । ওয়েবফিল্মটি প্রসঙ্গে নির্মাতা কামাল হোসেন বাবর বলেন, কানাডার বেশ কিছু মনোরম পরিবেশ শুটিং করা হচ্ছে ওয়েব ফিল্মটি, যেখানে থাকবে বেশ কিছু কাল্পনিক মজার চরিক্ত এবং ঘটনা। নির্মাতা আরো বলেন, ওয়েব ফিল্মটির মাধ্যমে কানাডার বসবাসরত বাঙালীর কিছু হাসি কান্নার চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে । 

দীর্ঘদিন পর নির্মাতা ও অভিনেতা কামাল হোসেব বাবর, আবারো অভিনয় এবং নির্মাণে ফিরলেন । জানা যায়, খুব শিঘ্রই শুটিং শেষ হবে। শুটিং শেষে একটি ওটিটি প্লার্টফর্মে মুক্তি পাবে এই ওয়েব ফিল্মটি।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2