রাস্তায় শিক্ষিকাকে হেনস্তা করায় পরীমণির ক্ষোভ
পরীমণি
দেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনে নেমেছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষক-আইনজীবি-শোবিজ তারকাসহ সাধারণ জনগণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম থেকে প্রতিবাদে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। এবার নিজের ফেসবুকে বেশ কিছু স্থিরচিত্র, ভিডিও দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন এ নায়িকা।
বুধবার (৩১ জুলাই) নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। ২ মিনিট ২৮ সেকেন্ডের সেই ভিডিও শেয়ার করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘ছি ছি ছি। থুথু এদের মুখের উপর। শকুনের মতন চারপাশ থেকে কিভাবে একজন মহিলার উপর সবার সামনে ঝাপায়ে পরতেছে! তাও একজন শিক্ষক এর উপর! কত চুপ থাকা যায় আর সরি। চিৎকার করে কান্না আসতেছে……আল্লাহ তুমি ধ্বংস করে দাও পৃথিবী!’
সেই ভিডিওতে দেখা যায়, একজন আন্দোলনকারী শিক্ষার্থীকে আটক করেন পুলিশ। এরপর তাকে মুক্ত করতে এগিয়ে আসেন ওই শিক্ষিকা। এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্কেও জড়ান তিনি। এ সময় পুলিশকে উদ্দেশে প্রশ্ন করেন, আপনারা মারেন নাই? এরা আমার ছাত্র। আপনারা গুলি চালান নাই?
এরপর কেউ একজন সেই শিক্ষিকাকে ‘রাজাকার’বলে মন্তব্য করলে আরও ক্ষিপ্ত হয়ে যান তিনি। সেই সঙ্গে পাল্টা জবাবে, ‘রাজাকার’ বলতে নিষেধ করেন। একপর্যায়ে উপস্থিত ব্যক্তিরা ওই নারী শিক্ষিকাকে হেনস্তা করেন।
বিভি/জোহা
মন্তব্য করুন: