• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গায়ক হান্নানকে গ্রেপ্তার নিয়ে ফারুকীর ক্ষোভ

প্রকাশিত: ২১:২৫, ৩১ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
গায়ক হান্নানকে গ্রেপ্তার নিয়ে ফারুকীর ক্ষোভ

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নিহত হয়েছেন শতাধিক মানুষ। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এ সময় ‘আওয়াজ উডা বাংলাদেশ’ শিরোনামে একটি গান প্রকাশ্যে আসে সামাজিক মাধ্যমে। আর এই গানের কারণে গ্রেপ্তার হতে হয়েছেন র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। 

গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লাহ মডেল থানার অফিসার্স ইনচার্জ। গায়ক হান্নানকে গ্রেপ্তার নিয়ে দেশের সংগীতশিল্পীদের মাঝে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। 

বুধবার (৩১ জুলাই) হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডের খবর প্রকাশ্যে আসার পরই চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘আওয়াজ ওডা বাংলাদেশ/গণহত্যার বিচার চাই!, আওয়াজ উডা, বাংলাদেশ/পরিবর্তন চাই!, আওয়াজ ওডা, ওডা বাংলাদেশ!’

ফারুকী আরও লেখেন, ‘আওয়াজ উডা’ গানের জন্য গায়ককে গ্রেপ্তার করেছে তারা। ঠিক আছে, আমরা সবাই এখন গাইছি ‘আওয়াজ উডা’!

উল্লেখ্য, ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি গত ১৮ জুলাই ইউটিউবে প্রকাশ করা হয়। এটি ইতোমধ্যেই ইউটিউব ট্রেন্ডিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে। গানটি নিজের ফেসবুকে শেয়ার করে র‍্যাপার হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনও সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর উপর আলোকপাত করতে চাই।’

বিভি/জোহা/পিএইচ

মন্তব্য করুন: