• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাকিস্তানের জন্য কুমার শানুর গান, শুরু হয়েছে নতুন বিতর্ক!

প্রকাশিত: ১৮:৪৪, ১১ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
পাকিস্তানের জন্য কুমার শানুর গান, শুরু হয়েছে নতুন বিতর্ক!

কুমার শানু ও ইমরান খান

পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি রয়েছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। তার মুক্তির দাবিতে ক্রমাগত জোরালো হচ্ছে আন্দোলন। ইসলামাবাদের রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে পিটিআই। ইমরানের কারাবাসের বর্ষপূর্তি উপলক্ষে খাইবার পাখতুনখওয়া প্রদেশে একটি গণ সমাবেশের আয়োজনও করা হয় সম্প্রতি।

এরই মধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। সেখানে দেখা যায়, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য গান গাইছেন কুমার শানু। ইমরানের মুক্তির দাবিতে আয়োজিত একটি অনুষ্ঠানে গান গাইবার ভিডিও ঘিরে বিতর্ক শুরু হতেই মুখ খুলেছেন গায়ক।

আসলে এই ভিডিওর কোনও সত্যতা নেই। বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিটিআই। ভিডিওটি আসলে এ বছরের শুরুর দিকে ব্রিসবেনের এক অনুষ্ঠানের। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। কুমার শানু নিজেও জানিয়েছেন, এই ভিডিওর কোনও সত্যতা নেই। এআই-এর মাধ্যমে নকল করা হয়েছে তার কণ্ঠ।

এই ঘটনার বিরুদ্ধে ভারত সরকারকে পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন গায়ক। কুমার শানু তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য আমি কোনও গান গাইনি। ফেসবুকে যে কণ্ঠ শুনতে পাচ্ছেন, তা আমার নয়। এআই ব্যবহার করে এই কণ্ঠ তৈরি করা হয়েছে। কিছু মানুষ আমায় অসম্মান করার চেষ্টা করছেন। তাই আমি বলতে চাই, এই খবর সম্পূর্ণ মিথ্যে।’

গায়ক তার পোস্টে আরও লেখেন, ‘প্রযুক্তির অপব্যবহার একেই বলে। আমি ভারত সরকারের কাছে এর বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানাচ্ছি। ভুল তথ্য ছড়ানো বন্ধ করা হোক।’

কুমার শানু এই পোস্ট করার পরেই তার অনুরাগীরা মন্তব্য করেন, দাদা, আমরা আপনার সঙ্গে আছি। আমরা বুঝতে পেরেছি, এই গান আপনার গাওয়া নয়।’

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2