• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানির ভয়াবহ তথ্য ফাঁস করলেন অভিনেত্রী

প্রকাশিত: ১৬:৫১, ৩১ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানির ভয়াবহ তথ্য ফাঁস করলেন অভিনেত্রী

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরৎকুমার। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নারীর নিরাপত্তাহীনতা নিয়ে ভয়াবহ গোপন তথ্য ফাঁস করলেন তিনি। কেরালায় একটি সিনেমার শুটিংয়ে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে সেই ঘটনা জানানোর পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। যেখানে তিনি জানান, মেকআপ ভ্যানের ভেতরে গোপন ক্যামেরা রাখা হতো। অভিনেত্রীরা নিজেদের পোশাক পরিবর্তন করলে সেটা সেই ক্যামেরায় রেকর্ড হতো। 

রাধিকা বলেন, ‘কেরালায় সিনেমার শুটিং করছিলাম। হঠাৎ দেখি শুটিং ফ্লোরের কিছু মানুষ কী একটা দেখে, ক্রমাগত হাসছে। একজন স্পটবয়কে ডেকে আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা। সে আমাকে জানালেন, মেকআপ ভ্যানের ভেতর গোপন ক্যামেরা রয়েছে। নায়িকারা পোশাক বদলালেই ছবি, ভিডিও রেকর্ড হতো। আর এসবের একটা ডেটাবেসও রয়েছে। যেখানে নায়িকাদের নাম লিখলেই প্রকাশ্যে আসত সেই ভিডিওগুলো।’

সেই গণমাধ্যমকে রাধিকা আরও বলেন, ‌‌‘আমি খুব রেগে গিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম, আমাকে অবশ্যই এসব থেকে দূরে থাকতে হবে। যে কারণে তাদের জানিয়ে দেই, আমার মেকআপ ভ্যানের প্রয়োজন নেই।’

প্রসঙ্গত, হেমা কমিটির রিপোর্ট ঘিরে উত্তাল মালয়ালাম চলচ্চিত্র জগত। অভিনেত্রীদের একের পর এক অভিযোগ সামনে আসছে। এরই মধ্যে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানান, মালয়ালাম পরিচালক রঞ্জিত অন্ধকার ঘরে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করেছেন। 

সম্প্রতি সেই রঞ্জিতের বিরুদ্ধে শ্রীলেখা সরব হতেই, একাধিক অভিনেত্রী মুখ খুলেছেন তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2