• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আকাশচুম্বী দর্শকপ্রিয়তা নিয়ে এ দিনে পরপারে পাড়ি জমান সালমান শাহ

প্রকাশিত: ১৪:০০, ৬ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আকাশচুম্বী দর্শকপ্রিয়তা নিয়ে এ দিনে পরপারে পাড়ি জমান সালমান শাহ

বাংলাদেশের সিনেমায় ইতিহাস সৃষ্টি করেছেন নায়ক সালমান শাহ। দেশের চলচ্চিত্রাঙ্গনে এসেছিলেন অনেকটা ধূমকেতুর মতো। আবির্ভূত হয়েছিলেন এবং আকাশচুম্বী দর্শকপ্রিয়তা নিয়ে চলেও গেলেন। দেখতে দেখতে তার মৃত্যুর ২৮ বছর পেরিয়ে গেছে। সিনেমার অমর নায়ক সালমান শাহর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর (শুক্রবার)। ১৯৯৬ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে গেছেন। মৃত্যুর এত বছর পরও তিনি এখনো আকাশচুম্বী জনপ্রিয়। এখনো টিভি পর্দায় তার সিনেমা প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। 

বাংলাদেশের সিনেমার ইতিহাস সৃষ্টিকারী নায়ক সালমান শাহ। মৃত্যুর এত বছর পরও সালমান শুধু তার দুর্দান্ত অভিনয় এবং ফ্যাশনে ভিন্নমাত্রা দিয়েই আজও দর্শকের হৃদয়ে গেঁথে আছেন। ববিতার সঙ্গে সালমান শাহ চারটি সিনেমাতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। সিনেমাগুলো হচ্ছে বাদল খন্দকারের ‘স্বপ্নের পৃথিবী’, দীলিপ সোমের ‘মহামিলন’, শিবলী সাদিকের ‘মায়ের অধিকার’ ও জাকির হোসেন রাজুর ‘জীবন সংসার’।

দুটি সিনেমাতে সালমানের মায়ের ভূমিকায় এবং দুটি সিনেমায় সালমানের ভাবির ভূমিকায় অভিনয় করেছিলেন ববিতা। ববিতা বলেন, সালমানের নিজের হাতের লেখা চিরকুটটি এখনো আমার কাছে বেশ যতেœ  রাখা আছে। সেই চিরকুটের মাঝেই আমাদের হারিয়ে যাওয়া সালমানকে খুঁজে বেড়াই। সালমান একটি কথা আমাকে প্রায়ই বলত যে আপনি আমার আপন মা না হলেও আপনি আমার সুইট মা। মা ছাড়া সে আমাকে অন্য কিছুই আর ডাকত না।

প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে ১৯৯৩ সালে নতুন এক জুটির অভিষেক হয়। সেই জুটি ছিল সালমান-মৌসুমী জুটি। প্রথম সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়েই দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন তারা দুজন।

কোনো বিশেষ দিন ছাড়াই আসলে বাংলাদেশের সিনেমার রাজপুত্র-অমর নায়ক সালমান শাহকে মনে পড়ে তার ভক্ত দর্শকের। ইউটিউব, ফেসবুকের এই যুগেও দর্শক সালমান-শাবনূর অভিনীত সিনেমায় দুজনের অভিনয়ের রসায়নে মুগ্ধ হন। এমন অনেক দর্শক আছেন, সালমান শাহর কিংবা সালমান শাহ-শাবনূরের সিনেমা বহুবার দেখেছেন। বারবার দেখা সিনেমায় সালমানকে আবারও দেখে যেন মুগ্ধ হন। বাংলাদেশের সিনেমার ফ্যাশন আইকন সালমান শাহ আজীবন দর্শকের মনে বেঁচে থাকবেন।

সালমান শাহ ও শাবনূর প্রথম জহিরুল হকের ‘তুমি আমার’ সিনেমাতে অভিনয় করেন। এরপর তারা দু’জন ‘চাওয়া থেকে পাওয়া’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘জীবন সংসার’, ‘সুজন সখী’, ‘বুকের ভেতর আগুন’, ‘স্বপ্নের নায়ক’, ‘প্রেম পিয়াসী’, ‘মহামিলন’ সিনেমায় অভিনয় করেন। 


 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2