• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

এবার থানায় জিডি করলেন শিরিন শিলা

প্রকাশিত: ১৫:০৬, ৮ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
এবার থানায় জিডি করলেন শিরিন শিলা

শিরিন শিলা

শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বেশ চাপে আছেন চিত্রনায়িকা শিরিন শিলা। তার নানা কর্মকান্ড নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে। এবার মিথ্যা সংবাদ ছড়ানোর অভিযোগে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এ নায়িকা। 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত জানায়, রাজধানীর বাড্ডা থানায় ৮টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির লিংক তুলে ধরে সাধারণ ডায়েরি (জিডি) করেন শিলা। সাধারণ ডায়েরি নম্বর- ৩৬৭। পরবর্তী সময়ে সাইবার ক্রাইমেও মামলা করবেন বলেও উল্লেখ করা হয় জিডিতে। 

এই নিয়ে শিরিন শিলা বলেন, সম্প্রতি বিভিন্ন সামাজিকমাধ্যমে ‘অসামাজিক কাজের সঙ্গে জড়িত শিরিন শিলা’ এমন শিরোনামে কনটেন্ট প্রচার করতে দেখা যাচ্ছে। শুরুতে এসব কনটেন্ট পাত্তা দেইনি। কিন্তু বিষয়টি ক্রমেই অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়। যা রীতিমতো আমার ক্যারিয়ার ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে।  

তিনি আরও বলেন, ‘প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে আজগুবি ও ভুয়া তথ্য দিয়ে কনটেন্ট তৈরি করে প্রচার করছে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। সেসব আবার লাখ লাখ মানুষ দেখছে। আমার সম্মান নষ্ট করে ভিউ-বাণিজ্য করা হচ্ছে। আমি সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন হচ্ছি। আমার পরিবার ও আত্মীয়-স্বজনের সম্মানহানি হয়েছে। এমন মিথ্যা খবরে একজন শিল্পীর জীবন বিপন্ন হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে।’

‘আমার চরিত্র নিয়ে কথা তুলেছে, নেতিবাচক খবর প্রকাশ করেছে। আমি নাকি নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত, দেশ ছেড়ে পালিয়ে গেছি। এগুলো অসত্য। ভক্ত-দর্শকের কাছে আমার সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। এসব কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2