• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

অস্কারজয়ী অভিনেতা জেমস আর্ল জোনস মারা গেছেন 

প্রকাশিত: ১৭:১৯, ১০ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
অস্কারজয়ী অভিনেতা জেমস আর্ল জোনস মারা গেছেন 

অস্কারপ্রাপ্ত এ অভিনেতা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে অভিনেতা মারা যান। 

জেমস আর্ল জোনসের মৃত্যুর বিষয়ে তার এজেন্ট ব্যারি ম্যাকফারসন জানান, জেমসের মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশেই ছিলেন। 

দীর্ঘ ক্যারিয়ার জীবনে কয়েক ডজন সিনেমায় অভিনয় করেছেন জেমস। কাজ করেছেন ভয়েস আর্টিস্ট হিসেবেও। তার জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘দ্য লায়ন কিং’, ‘স্টার ওয়ার্স’, ‘ফিল্ড অব ড্রিমস’, ‘কামিং টু আমেরিকা’, ‘কোনান দ্য বারবারিয়ান’ ইত্যাদি।

সাফল্যের ঝুড়িতে জমা হয়েছে তিনটি টনি পুরস্কার। যার মধ্যে দুটি এমি ও একটি গ্র্যামি। চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য ২০১১ সালে সম্মানসূচক অস্কারে ভূষিত হন জেমস আর্ল জোনস।

প্রসঙ্গত, মিসিসিপির আরকাবুতলায় ১৯৩১ সালে জন্মগ্রহণ করেন কৃষ্ণাঙ্গ অভিনেতা জেমস। শৈশবের তোতলামি সমস্যা থাকায় দমে না গিয়ে তা কাটিয়ে উঠতে কবিতা ও অভিনয়কে বেছে নিয়েছিলেন সাহসী এ অভিনেতা। কোরিয়ান যুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীতে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে জেমসের।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2