• NEWS PORTAL

  • রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বিয়ের পিঁড়িতে চিত্রনায়িকা শিরিন শিলা

প্রকাশিত: ১৯:৫৪, ১০ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
বিয়ের পিঁড়িতে চিত্রনায়িকা শিরিন শিলা

শিরিনি শিলা ও আবিদুল মোহাইমিন সাজিল

ঢাকাই সিনেমার নায়িকা শিরিনি শিলা বসতে চলেছেন বিয়ের পিঁডিতে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে জানা যায়।  শিলার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। 

শিলার এক ঘনিষ্ঠ সূত্র বলছে, সাজিল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। দীর্ঘদিন ধরে তারা প্রেমের সম্পর্কে থাকার পর দুজনের হাত এক হতে চলছে। 

সুত্রটি আরও জানায়, আজ থেকে ছয় বছর আগে এইদিনেই অর্থাৎ ১০ অক্টোবর পরিচয় তাদের পরিচয়। ঠিক পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ে করছি তারা।

বৃহস্পতিবার পারিবারিক আয়োজনে বিয়ে রেজিস্ট্রি করবেন তারা। তবে কাছের কিছু ঘনিষ্ঠ লোক ছাড়া কাউ থাকছেন না এই বিয়ের আয়োজনে। তবে খুব তারাতারি বড় আয়োজনের মাধ্যমে সবাইকে জানানো হবে।

বিভি/জোহা

মন্তব্য করুন: