• NEWS PORTAL

  • রবিবার, ২৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কাশবনে কী করছেন তিশা?

প্রকাশিত: ১৩:৩১, ২৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১৩:৩৩, ২৬ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
কাশবনে কী করছেন তিশা?

ছবি: কাশবনে তিশা

শরৎকাল এলেই সবাই যেন কাশফুলের মায়ায় বাঁধা পড়েন। প্রকৃতিপ্রেমীরা প্রতিবছরই শরতের সৌন্দর্য দেখতে ভিড় জমান কাশফুলের বনে। শোবিজ তারকারাও পিছিয়ে নেই। জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও এবার সেই পালে গা ভাসালেন। যদিও এখন শরতের শেষ বেলা। তবুও শরৎকালের এই শেষ মুহূর্তে কাশফুলের মায়ায় জড়ালেন অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২৫ অক্টোবর (শুক্রবার) কাশফুল বনের কয়েকটি ছবি শেয়ার করেছেন তিশা। অভিনেত্রী পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘মেঘের দিনে, কাশফুলের বনে।’

 

ছবিগুলোতে দেখা যায়, কাশফুলের মাঝে বাঙালি সাজের লুকে ধরা দিয়েছেন তিশা।  লাল শাড়ি পরে, খোলা চুল, কানে ছোট দুল, চোখে কাজল, আর কপালে লাল টিপে একবারে স্নিগ্ধতা ছড়িয়েছেন তিশা। ভক্তরাও তার রূপে মুগ্ধ। হালকা মেকআপে লাস্যময়ী রূপে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। 

ছবিগুলো পোস্ট করার পর তার কমেন্টতসবক্সে নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে । একজন লিখেছেন, অসাধারণ লাগছে। আরেক নেটিজেন লেখেন, মাশাআল্লাহ। অভিনেত্রীর এক ভক্ত লিখেছেন, হাসিতেই যেন লুকিয়ে থাকে সৌন্দর্য।

তিশা নতুন কুড়ির শিশুশিল্পী থেকে আজকের জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনয়ে দর্শক সবসময়ই মুগ্ধ হন । টেলিভিশন পর্দায় ‘সাত প্রহরের কাব্য’ নাটক দিয়ে পা রাখেন তিনি।

তিশা ২০১০ সালের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে বিয়ে করেন।  ইলহাম নুসরাত ফারুকী নামে জনপ্রিয় এ তারকা দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2