• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

শাকিব খানের সঙ্গে দেখা করলেন মহেশ ভাট

প্রকাশিত: ১৪:০৭, ২৮ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
শাকিব খানের সঙ্গে দেখা করলেন মহেশ ভাট

শাকিব খান ও মহেশ ভাট

‘বরবাদ’ সিনেমার শুটিং-এর জন্য মুম্বাইয়ে অবস্থান করছেন ঢাকাই নায়ক শাকিব খান। চলতে মাসে শুরু হয়েছে সিনেমাটির শুটিং, আর তার সঙ্গে আছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। শুটিং চলাকালে হঠাৎ সেটে উপস্থিত বলিউডের নির্মাতা-প্রযোজক মহেশ ভাট। 

জানা যায়, মুম্ববাইয়ের স্পট ইলোরা স্টুডিওতে শাকিব খান-ইধিকা পাল। শুটিং স্টুডিওতে হঠাৎ শাকিবের সিনেমার কার্যক্রম দেখতে হাজির হন মহেশ ভাট। এসে প্রথমেই নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে দেখা করেন তিনি। এরপর শাকিবের সঙ্গেও দেখা হয় এই নির্মাতার। নায়ককে প্রথমবারের সাক্ষাতে আলিঙ্গন করেন তিনি। শুধু তাই নয়, সেখানে গল্পেও মেতে ওঠেন দুজনে। শুটিং ইউনিটের সঙ্গে থাকা একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রের খবর, ‘বরবাদ’ সিনেমার চিত্রগ্রাহক শৈলেশ অশ্বথির সঙ্গে দারুণ সম্পর্ক মহেশ ভাটের। মূলত তার কাছ থেকেই শাকিবের সিনেমার কথা শুনে শুটিং স্পটে আসেন তিনি।

প্রসঙ্গত, ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে অ্যাকশন ঘরানার এই সিনেমা বরবাদের। সিনেমাটির বেশির ভাগ অংশেরই শুটিং হবে ভারতে।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2