• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তৃতীয় বিয়ে করে হানিমুন না করে ওমরা পালন করলেন মডেল সুজানা

প্রকাশিত: ২০:১১, ২৮ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
তৃতীয় বিয়ে করে হানিমুন না করে ওমরা পালন করলেন মডেল সুজানা

সুজানা ও জায়েদ

মডেলিং দিয়ে শোবিজে পা রাখেন সুজানা জাফর। এক সময় বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাটকে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। সঙ্গীতশিল্পী হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের পর শোবিজ নিজেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী। এবার নতুন খবর দিলেন সুজানা। 

জানা যায়, তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন সুজানা। সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে নিজেই বিয়ের খবর জানান তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে  সুজানা লেখেন, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ।’ তবে জানা যায়নি সুজানার স্বামী জায়াদের পরিচয়।

এদিকে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুজানা বলেন, প্রেম করে নয়, এটি পারিবারিক বিয়ে। তবে তাদের পরিচয় সাত বছর ধরে।

৭ বছর আগেই দেশ ও মিডিয়া ছেড়ে দুবাইয়ের নাগরিকত্ব পেয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন সুজানা। এবার সেখানেই সংসার জীবন শুরু করলেন তিনি।  

বর্তমানে ইসলাম ধর্মের প্রতি অনুরাগী সুজানা বলেন, আগস্টে যখন আমাদের বিয়ে হয়, তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বাজে ছিল। তখন এই বিষয়টি জানানোর মতো অবস্থা ছিল না। ইসলামে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও উল্লেখ নেই। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার। আমাদের দুই পরিবার বিষয়টি অবগত।

বিয়ের পর হানিমুন না করে সুজানা বেছে নেন পবিত্র ওমরাহ হজ। সুজানা জানান, তার ইচ্ছে ছিল হানিমুনে না গিয়ে স্বামীর সঙ্গে হজ পালন করবেন। সেই ইচ্ছেও পূরণ করেছেন সম্প্রতি।

প্রসঙ্গত, এটি সুজানার তৃতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে ফয়সাল আহমেদ নামে একজনকে বিয়ে করেন তিনি। কিন্তু চার মাস পরই বেজে ওঠে ভাঙনের সুর। এরপর ২০১৪ সালের আগস্টে সঙ্গীতশিল্পী হৃদয় খানকে বিয়ে করেন। এক বছর না যেতেই বিচ্ছেদ হয় তাদের।

বিভি/জোহা

মন্তব্য করুন: