• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘চিনি কম লিকার বেশি’ নিয়ে হাজির বায়োস্কোপ

প্রকাশিত: ১৩:১০, ৯ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:১০, ৯ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
‘চিনি কম লিকার বেশি’ নিয়ে হাজির বায়োস্কোপ

বায়োস্কোপ ব্যান্ডের সদস্যরা।

সম্প্রতি যাত্রা শুরু করেছে বাংলা গানের ব্যান্ড বায়োস্কোপ। এরই মধ্যে তাদের প্রথম মৌলিক গান "চিনি কম লিকার বেশি" নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছে। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্ল্যাটফর্মে এই গান প্রকাশ করেছে তারা। এরই মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে গানটা। টিএসসির জনপ্রিয় চা বিক্রেতা স্বপন মামাকে উৎসর্গ করে গানটি প্রকাশ করেছে বায়োস্কোপ।

ব্যান্ডের সদস্য শিল্পী সাহস মোস্তাফিজ বলেন, বায়োস্কোপের ভাবনাটা আমরা ভাবি ২০২৩ সালের ২০ ডিসেম্বর। শ খানেক নামের লিস্ট রেডি করে সেখান থেকে বায়োস্কোপ নামটা বেছে নিতেই লেগে যায় মাস খানেক। ব্যান্ড করবো ভাবা যতো এক্সাইটিং, এর চেয়ে ঢের বেশি কঠিন শেষ পর্যন্ত পথে নামা এবং সেটা কন্টিনিউ করা। সেই কঠিন পথ পাড়ি দেয়ার জন্য একে একে যুক্ত হন তারেক আহসান, অরণ্য আকন, বাপ্পী নবী, অরণ্য আকন, আবীর দাস ও লোবান।"

ব্যান্ডের আর এক সদস্য অরণ্য বলেন, "ধানমণ্ডি লেকের পাড়ে বসে দিনের পর দিন গিটার-পিয়ানিকা হাতে আমরা গলা মিলিয়েছি। শুরুতেই ব্যান্ডের নিজের গান থাকবে সেটাই ছিলো আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই একদম প্রথম দিন থেকেই নতুন গান তৈরির প্রক্রিয়া শুরু করি" বায়োস্কোপ কেমন ব্যান্ড হবে জানতে চাইলাম বাপ্পীর কাছে। "আমরা কী ধরনের করবো, তা ভাবতে ভাবতেই মাথায় আসে, আমরা লোক-আঙ্গিকের গান করবো, কিন্তু তা হবে সমকালীন গল্প নিয়ে। চারপাশে যা দেখছি তারই বায়োস্কোপ দেখাবো আমরা", বলেন সাহস। 

চিনি কম লিকার বেশি, তোমায় আমি ভালোবাসি- এরকম অদ্ভুত একটা লিরিক কোথায় পেলেন জানতে চাইলে ব্যান্ডের সদস্য তারেক বলেন, "এক বন্ধুর ফেসবুক ওয়ালে পাওয়া এই লাইনটা হুট করেই মনে গেঁথে যায়। এরপর কানেক্ট করি টিএসসির জীবন ইতিহাস স্বপন মামাকে। ভাবতে ভাবতে পুরো ক্যাম্পাসের গল্পের একটা লোক-আঙ্গিক দাঁড়িয়ে গেলো।" 

বায়োস্কোপ চায় শহরের নানা গল্প গানের মাধ্যমে ফুটিয়ে তুলতে। তাই নাগরিক জীবনের দৈনন্দিন গল্পের লোকজ প্রকাশই হবে এই ব্যান্ডের মুল উপাদান। বায়োস্কোপ আরও কিছু মৌলিক গানের কাজ করছে বলে জানান ব্যান্ডের সদস্যরা। হেলায় ফেলায় ও বিসিএস নামে দুটি গান দ্রুতই প্রকাশ পাবে তাদের নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2