• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিপাকে শবনম ফারিয়া!

প্রকাশিত: ১৮:৫০, ১৩ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিপাকে শবনম ফারিয়া!

শবনম ফারিয়া

দেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। কিছুটা স্পষ্টভাষী স্বভাবের কারণে অনেকবার হয়েছেন খবরের শিরোনাম। এবার ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিপাকে এই অভিনেত্রী। 

জানা যায়, শবনম ফারিয়ার নামে ভুয়া স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যেখানে অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনা করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, হাসিনা সরকারের আমলে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। সেই পোস্ট নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া।

বুধবার (১৩ নভেম্বর) সেই ভুয়া পোস্টের ছবি শেয়ার করে কিছু কথা লেখেন শবনম ফারিয়া। পাঠকদের জন্য ফারিয়ার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—

‘দায়িত্ব নিয়েই মন্ত্রণালয় থেকে শেখ মুজিবের ছবি সরিয়েছেন ফারুকী’

‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে। বিশেষভাবে রাজনীতিবিষয়ক। এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

আপনাদের অবস্থা এত খারাপ যে, এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি, তারা প্লিজ খুশি হবেন না। 

ফারিয়া আরও লেখেন, ‘১৫ বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে।

স্ট্যাটাস দেওয়ার ৫ মিনিটে কল চলে আসতো আপা ডিলিট করেন, সমস্যা হবে। অন্যদের মতো তেল মারিনি দেখে কোনো সুযোগ-সুবিধাও পাইনি। আমার আলোও আসেনি। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেটা রাখার সাহসও রাখি।’

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2