জয়া আহসানকে প্রশংসায় ভাসালেন মালয়ালাম অভিনেত্রী
দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ও ভারতে রয়েছে তার অসংখ্য ভক্ত। ঢালিউড, টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন জয়া।
সবশেষ এই অভিনেত্রীর দেখা মিলেছে পঙ্কজ ত্রিপাঠির ‘কড়ক সিং’ ওয়েব ফিল্মে। যেখানে তার সঙ্গে কাজ করেছেন মালয়ালাম অভিনেত্রী পার্বতী থিরুভোথু।
দক্ষিণ সিনেমার গুণী এই অভিনেত্রীর ‘থাঙ্গালান’ সিনেমা চলতি বছরের অন্যতম আলোচিত একটি ছবি। যেখানে চিয়ান বিক্রমের মতো তারকার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন পার্বতী।
সেই মালয়ালম অভিনেত্রীর মুখেই সম্প্রতি শোনা গেল জয়া আহসানের প্রশংসা! এক সাক্ষাৎকারে নিজের সহ-অভিনেত্রী প্রসঙ্গে পার্বতী বলেছেন, ‘জয়া অভিনেত্রী হিসেবে তুখোড়। আমরা ভালো সময় কাটিয়েছিলাম শুটিংয়ের সময়। ভবিষ্যতে জয়ার সঙ্গে আরও কাজ করার ইচ্ছে আছে।’
এদিকে পার্বতীর মন্তব্যে বেশ খুশি হয়েছেন জয়া। ধন্যবাদ জানিয়ে এই অভিনেত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী।
বিভি/টিটি
মন্তব্য করুন: