• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিয়ের ঘোষণা দিয়েই হাসপাতালে অভিনেত্রী

প্রকাশিত: ১৯:০০, ২৮ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বিয়ের ঘোষণা দিয়েই হাসপাতালে অভিনেত্রী

ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত। নতুন নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিছুদিন আগে নিজের বিয়ের ঘোষণা দিয়ে বেশ আলোচনার সৃষ্টি করেন। এরমাঝেই সাম্প্রতি তার এক ফেসবুক পোস্ট ও ভিডিও ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। যেখানে এই অভিনেত্রীকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুকে হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, কাউকে কষ্ট দিও না এবং নিজের থেকেও কষ্ট পেও না।

গত বছরের প্রথমদিকে একটি ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ করেছিলেন জেবা, যেখানে এক যুবকের সঙ্গে তাকে দেখা যায়। ঘনিষ্ঠ সেই মুহূর্তে যুবকটি অভিনেত্রীর কপালে চুম্বন করছিলেন, আরেকটি দৃশ্যে জেবা তাকে চুম্বন করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি ভালোবাসার মূল্যায়ন ও সম্মান নিয়ে একটি বার্তা দিয়েছিলেন। তবে কে এই যুবক এবং তার সঙ্গে তার সম্পর্কের গভীরতা কী, সে বিষয়ে কোনx কিছুই স্পষ্ট করেননি। বিষয়টি নিয়ে তাই তখন থেকেই নেটিজেনদের বেশ চর্চা।

বিয়ের ঘোষণা দেওয়ায় যেমন সবাই শুভকামনা জানিয়েছিল, উচ্ছ্বসিত হয়েছিল অনেকেই, এবার হঠাৎ অসুস্থতার ভিডিয়ওটি সবার মনেই প্রশ্ন তুলেছে। এদিকে অনেক ভক্তরাই মনে করছেন, এটি তার কোনো নাটকের শুটিংয়ের দৃশ্য হতে পারে।

বিয়ের ঘোষণা যেমন আনন্দিত করেছিল, অসুস্থতার ঘটনা তেমনি সমব্যথিত করেছে ভক্তদের। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। যদিও এই ঘটনার স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2