কি কারণে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে বিশৃঙ্খলা?
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ধাক্কাধাক্কি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে অনুষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অবস্থিত রাজা টংকনাথের রাজবাড়িতে আয়োজিত ইত্যাদির অনুষ্ঠান ঘিরে এমন ঘটনা ঘটে।
অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যেই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে ইত্যাদি টিমের সদস্য মামুন বাংলাভিশনকে জানান, অনুষ্ঠানস্থলের বাইরে বেশকিছু দোকানপাট বসেছিল। সেখানে থেকে লোকজন হঠাৎ করে সশরীরে অনুষ্ঠান দেখার জন্য হুড়োহুড়ি শুরু করে, এতে করে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলারক্ষাকারী সদস্যদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। এরপর অনুষ্ঠান পুনরায় চলতে থাকে। হানিফ সংকেতসহ পুরো ইত্যাদি টিম নিরাপদে ঢাকায় পৌঁছেছেন বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ৩ হাজার গেট পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়।
বিভি/এসজি
মন্তব্য করুন: