• NEWS PORTAL

  • শনিবার, ৩০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বর্ষার, জানালেন কারণও

প্রকাশিত: ১৩:৫৬, ২১ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বর্ষার, জানালেন কারণও

ঝলমলে শোবিজ অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও অভিনেতা-শিল্পপতি অনন্ত জলিলের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। 

বৃহস্পতিবার (২০ মার্চ) স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে এ ঘোষণা দেন বর্ষা। তার ভাষ্য, ‘হাতে কয়েকটি ছবি আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোন ছবি করব না।’

কেন কাজ করবেন না— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আমি খুবই বাস্তববাদী। ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। ততদিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তাই।

সিনেমা ছাড়ার কারণ ব্যাখ্যা করে বর্ষা আরও বলেন, আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্তে স্বামী অনন্ত জলিল বলেন, এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন, তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তাও সে এ কথা বলছে।

উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় নুসরাত বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এ তারকা জুটি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: