• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

‘বউ-শ্বশুরের বন্ধুত্ব’ ক্যাপশনে দারুণ ছবি শেয়ার করলেন নির্মাতা রাজীব

প্রকাশিত: ১৭:২৯, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:২৯, ১৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
‘বউ-শ্বশুরের বন্ধুত্ব’ ক্যাপশনে দারুণ ছবি শেয়ার করলেন নির্মাতা রাজীব

শোবিজ অঙ্গনে বেশি আলোচিত তারকাযুগল অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। দীর্ঘ ১৩ বছর সবার চোখ ফাঁকি দিয়ে চুটিয়ে প্রেম করার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন এ দুই তারকা। ২০১২ সাল থেকে এই যুগলের প্রেমের শুরু।

এদিকে বিয়ের পর নতুন অনুভূতি নিয়ে প্রথমবারের মতো ঈদ উদযাপন করেছেন মেহজাবীন ও রাজীব দম্পতি। ঈদ পরবর্তীসময়ে শ্বশুরবাড়িতে শোবিজ অঙ্গনের বন্ধুদের সঙ্গে নিয়ে সময় কাটিয়েছেন এই জুটি। 

যেখানে রাজীবের ক্যামেরায় ধরা পড়েছে মেহজাবীন ও তার শ্বশুরের বন্ধুত্ব, অভিনেত্রী সাবিলা নূরের খুনসুটি, নির্মাতা আশফাক নিপুণ ও তার স্ত্রী এলিটা করিমের দারুণ কিছু মুহূর্ত। 

পেশায় নির্মাতা আদনান আল রাজীব বরাবরই তার কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন। এবারও ৯০ দশকের স্টাইলে ছবি এডিট করে আরও একবার ভক্তদের হৃদয়ে জায়গা করে নিলেন। 

বিশেষ করে মেহজাবীনের সঙ্গে তার শ্বশুরের হাসিমুখের একটি ছবি নেটিজেনরাও ভালোবাসায় ভড়িয়েছেন। যেই ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘বউ-শ্বশুরের বন্ধুত্ব’।

এদিন লাল শাড়িতে দেখা মিলেছে মেহজাবীনের। স্বামীর ক্যামেরায় একের পর এক ক্লিকে ধরা দিয়েছেন তিনি। তার সঙ্গে সাদা শাড়িতে দেখা মিলেছে সাবিলা নূরের। রাজীবদের বাড়িতে স্বামীকে নিয়ে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।

বিভি/টিটি

মন্তব্য করুন: