• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তানি যেসব তারকাদের ভার্চুয়ালি নিষিদ্ধ করল ভারত

প্রকাশিত: ২১:৪২, ১ মে ২০২৫

ফন্ট সাইজ
পাকিস্তানি যেসব তারকাদের ভার্চুয়ালি নিষিদ্ধ করল ভারত

কাশ্মীরে জঙ্গি হামলার জেরে এবার ভারতে ভার্চুয়ালি নিষিদ্ধ হলো পাকিস্তানি তারকারা। ভারত সরকারের এমন সিদ্ধান্তে ভারতীয়রা ভার্চুয়াল দুনিয়ায় আর খুঁজে পাবে না পাকিস্তানি তারকাদের।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১ মে) ভারত সরকার পাকিস্তানি তারকাদের বিরুদ্ধে এমন নীতি চালুর ঘোষণা দেন। এমন সিদ্ধান্তের মাধ্যমে রাজনৈতিক স্তরের পাশাপাশি বিনোদন জগতেও কঠোর হলো ভারত।

আসুন এক নজরে জেনে নিই, ভারতে নিষিদ্ধ পাকিস্তানি তারকাদের নামের তালিকা-
১। মাহিরা খান
২। হানিয়া আমির
৩। সানাম সাইদ
৪। আলি জাফর
৫। বিলাল আব্বাস
৬। ইকরা আজিজ
৭। আইজা খান
৮। ইমরান আব্বাস
৯। ফাওয়াদ খান
১০। আতিফ আসলাম
১১। ফারহান সাইদ
১২। আলি শেঠি
১৩। শাফকাত আমানত আলী
১৪। মাওরা হোকেন
১৫। সাবা কামার
১৬। আদনান সিদ্দিকি
১৭। হামজা আলি আব্বাসি
১৮। বীনা মালিক
১৯। সারওয়াত গিলানি
২০। মেহের বানু
২১। নিমরা বুচা
২২। ইশরা রিজভী
২৩। সজল আলি

উসকানিমূলক ও সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ এনে ভারত সরকার ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করেছে। যার মধ্যে রয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলও।

জানা যায়, এমন সিদ্ধান্তের পর পাকিস্তানি তারকাদের আইডি ভারতে ব্লক হলেও খুঁজে পাওয়া যাচ্ছে পাকিস্তানি তারকা ফাওয়াদ খানসহ একাধিক পাকিস্তানি তারকার প্রোফাইল।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে পাকিস্তানি সব তারকাদের প্রোফাইলই ব্লক হয়নি ভারতে। ভারতে নিষিদ্ধের তালিকায় থাকলেও যেসব পাকিস্তানি তারকার প্রোফাইল এখনও একটিভ রয়েছে তারা হলেন ফাওয়াদ খান, আতিফ আসলাম, ফারহান সাইদ, আলি শেঠি, শাফকাত আমানত আলী, মাওরা হোকেন, সাবা কামার, আদনান সিদ্দিকি, হামজা আলি আব্বাসি, বীনা মালিক, সারওয়াত গিলানি, মেহের বানু, নিমরা বুচা এবং ইশরা রিজভী। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2