রাস্তায় মারধর করে অভিনেতা সিদ্দিককে পুলিশে দিলেন ছাত্রনেতারা

মাইক, হাউজফুল, গ্রাজুয়েটসহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে পরিচিতি পান অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। এবার রাজধানীর একটি সড়কে প্রকাশ্যে হামলার শিকার হলেন তিনি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার পরে রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সিদ্দিকের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়।
মারধর করে পুলিশের কাছে সোপার্দের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে বলতে শোনা যায়, যারা সিদ্দিককে মারধর করছেন তার হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলজ ছাত্রদলের নেতা কর্মী।
সিদ্দিককে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে কতিপয় ছাত্রনেতারা তাকে টানতে টানতে নিয়ে যান রমনা মডেল থানায়। আপাতত তিনি পুলিশ হেপাজত রয়েছেন বলে জানা যায়।
জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ১ ও ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ছিলেন অভিনেতা সিদ্দিক। ১৯৯৯ সালে নাটকের দল থিয়েটার আরামবাগ- এ অভিনয়ের মাধ্যমে মঞ্চে তার অভিষেক ঘটে। এরপর তারিক আনাম খানের নির্মিত একটি চকলেটের বিজ্ঞাপনে অংশগ্রহণের মাধ্যমে শোবিজে আসেন তিনি।
বিভি/জোহা
মন্তব্য করুন: