• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্টান্টম্যান মনিরের পরিবারের পাশে ‘তাণ্ডব’ টিম

প্রকাশিত: ১৫:৩২, ৬ মে ২০২৫

ফন্ট সাইজ
স্টান্টম্যান মনিরের পরিবারের পাশে ‘তাণ্ডব’ টিম

ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী।

শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যুর পর থেকে নিরাপত্তা প্রশ্ন উঠেছে নানা মহলে। প্রশ্ন উঠেছে শুটিং সেটে কাজ করা সকল ব্যক্তির জীবন বীমা নিয়েও। এই প্রসঙ্গে মুখ খুলেছেন নির্মাতা রায়হান রাফী। 

তিনি বলেন, আসলে বিষয়টি খুবই দুঃখজনক। একটা পরিবারের মত হয়ে আমরা শুটিং করছিলাম কিন্তু হুট করেই আমাদের পরিবারের একজন চলে গেল। ইতোমধ্যে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে আর্থিক সহযোগিতা করার ব্যবস্থা করেছি। তাছাড়া ঢাকায় ফিরে আমরা আমাদের চলচ্চিচত্র  সংশ্লিষ্ট সব সংগঠের সাথে মিটিং করে শুধু স্টান্টম্যান নয় একজন প্রোডাকশন বয়েরও নিরাপত্তা থেকে শুরু করে তার কখনো কিছু হয়ে গেলে তার পরিবারের নিরাত্তায় কি করা যায় সেসব নিয়ে আলোচনা করবো।

রাফি আরও বলেন, আসলে আমাদের দেশে যেভাবে শুটিং হয় সেক্ষেত্রে কারও কোন নিরাপত্তা থাকে না। একজন চাকুরীজীবী অবসর গ্রহণ করলে সে পেনশন পায়। কিন্তু আমাদের সেক্টরে দেখেন মানুষগুলোর নিজের পাশাপাশি তাদের পরিবারের আর্থিক নিরাপত্তার কোন ব্যবস্থা নেই। আমি চাই সবার একটা নিরপত্তার ব্যবস্থা করা হউক। ইতোমধ্যে শাকিব ভাই, শিবা সানু ভাই সহ আমাদের সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সবার সঙ্গেই আমার কথা হয়েছে। আশাকরি এইবার ভালো কিছু একটা হবে। 

জানা যায়,  সকাল থেকে মনির একদম ঠিকঠাক ছিল। শট শেষ হওয়ার পর হঠাৎ মাথা ঘোরা শুরু হয়, বমি করতে থাকে। তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তার জানান স্ট্রোকের কারণে মনি্রের মৃত্যু হয়েছিল। 

দীর্ঘ কয়েক বছর ধরে সিনেমায় দুঃসাহসিক দৃশ্যগুলোতে স্টান্টম্যানের কাজ করে গেছেন। পর্দার পেছনে থেকে নায়ক-নায়িকাদের রক্ষা করে ঝুঁকিপূর্ণ সব দৃশ্য নিঃশব্দে করে গিয়েছেন তিনি।

বিভি/জোহা

মন্তব্য করুন: