• NEWS PORTAL

  • সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

হোটেলে মিললো অভিনেতার মেয়ের মরদেহ, অডিও বার্তায় চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত: ১২:৫৩, ৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
হোটেলে মিললো অভিনেতার মেয়ের মরদেহ, অডিও বার্তায় চাঞ্চল্যকর তথ্য

নতুন বছরের শুরুতেই শোবিজ অঙ্গনে শোকের ছায়া। হোটেলে মিলেছে জনপ্রিয় অভিনেতার মেয়ের মরদেহ। তার এই মৃত্যু ঘিরে দেখা দিয়েছে রহস্য। এরই মধ্যে অডিওবার্তায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। 

বিশ্বখ্যাত অভিনেতা টমি লি জোন্সের মেয়ে ভিক্টোরিয়া জোন্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সান ফ্রান্সিসকোর একটি অভিজাত হোটেলের ১৫ তলা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। ভোর ৩টার দিকে ভিক্টোরিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। প্রাথমিকভাবে তিনি ভেবেছিলেন অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েছেন ভিক্টোরিয়া। 

পরে হোটেলকর্মীরা এসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্স ডাকেন। এরপর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই হোটেলে তিনি আদৌ অতিথি হিসেবে ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে ভিক্টোরিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা আত্মহত্যার আলামত পাওয়া যায়নি। তবে ‘পিপল’ ম্যাগাজিনের এক প্রতিবেদনে নতুন তথ্য উঠে এসেছে। এক অডিও বার্তার বরাতে তারা জানিয়েছে, ভিক্টোরিয়ার মৃত্যু অতিরিক্ত মাদক সেবনের কারণে হয়ে থাকতে পারে। যদিও পূর্ণ তদন্ত প্রতিবেদন ছাড়া বিষয়টি এখনো স্পষ্ট নয়।

ভিক্টোরিয়া জোন্স ছিলেন টমি লি জোন্স ও তার প্রাক্তন স্ত্রী কিম্বার্লিয়া ক্লাউলের সন্তান। বাবার পথ ধরে অভিনয়ের আঙিনাতেও পা রেখেছিলেন তিনি। ‘মেন ইন ব্ল্যাক টু’, ‘দ্য থ্রি বারিয়ালস অফ মেলকুইয়াডেস এস্ট্রাডা’ এবং জনপ্রিয় সিরিজ ‘ওয়ান ট্রি হিল’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2