• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

ভারতীয় টিভি চ্যানেল বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে, নায়ক সোহেল রানার হুঁশিয়ারি

প্রকাশিত: ১২:৫৯, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:০৫, ৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভারতীয় টিভি চ্যানেল বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে, নায়ক সোহেল রানার হুঁশিয়ারি

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশে আইপিএলের প্রচার ও সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।  

এমন প্রেক্ষাপটে বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার নিয়ে সরব হয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামেই বেশি পরিচিত।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, ‘আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে, ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।’

একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে ভারতীয় টেলিভিশনের কনটেন্টের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে।’

আসন্ন আইপিএলের জন্য সম্প্রতি রেকর্ড মূল্য ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতিকে সামনে এনে মৌলবাদী হিন্দু গোষ্ঠী মোস্তাফিজকে দলে না নেওয়ার জন্য কেকেআরের মালিক শাহরুখ খান ও টিম ম্যানেজমেন্টকে হুমকি দিতে থাকে।

এর পরিপ্রেক্ষিতেই গত ৩ জানুয়ারি বিসিসিআই মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেয় কেকেআরকে। বিষয়টি জানাজানি হতেই দেশে-বিদেশে শুরু হয় তীব্র সমালোচনা।

‘নিরাপত্তা ইস্যু’ দেখিয়ে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কড়া অবস্থান নেয়। একই শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করে এবং ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে চিঠি দেয়।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2