• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিমানবন্দর থেকে হত্যাচেষ্টার মামলায় আটক নায়িকা নুসরাত ফারিয়া

প্রকাশিত: ১৫:৪৯, ১৮ মে ২০২৫

আপডেট: ১৫:৫৫, ১৮ মে ২০২৫

ফন্ট সাইজ
বিমানবন্দর থেকে হত্যাচেষ্টার মামলায় আটক নায়িকা নুসরাত ফারিয়া

ছবি: সংগৃহীত

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। রোববার (১৮ মে) তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন বলে জানা গেছে। পরে তাকে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই অভিনেত্রীর বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ভাটারা থানা পুলিশ তাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে বিপুল অর্থের যোগান দিয়েছেন। মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। আসামিদের ছোড়া গুলি মামলার বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে।

এর আগে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই সিনেমায় অভিনয় করা শিল্পীরা বেশ সমালোচিত হন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর, সম্প্রতি এক পডকাস্ট আয়োজনে নুসরাত ফারিয়ার কাছে প্রশ্ন রাখা হয়েছিল— ‘তিনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন?’ এই প্রশ্নে ফারিয়ার জবাব ছিল, ‘এখানে অনুশোচনার মতো কিছুই নেই। এই সিনেমার জন্য তিনি তার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছেন। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করেন, তাহলে তার পেশাকেই অপমান করা হবে।’

বিভি/আইজে

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2