• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শুটিং করতে গিয়ে নিখোঁজ অভিনেত্রীর মরদেহ মিললো নালায়

প্রকাশিত: ১৮:৫০, ১৬ জুন ২০২৫

ফন্ট সাইজ
শুটিং করতে গিয়ে নিখোঁজ অভিনেত্রীর মরদেহ মিললো নালায়

নিহত মডেল শীতল সিম্মি চৌধুরী

মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী। এরপর নিখোঁজ হন তিনি। দুদিন পর তার মরদেহ মিললো নালার ভেরত। ভারতের হরিয়ানার ওই অভিনেত্রীর রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। রবিবার হরিয়ানার সোনিপাতের খরখোদা এলাকায় একটি নালা থেকে শীতলের দেহ উদ্ধার করে পুলিশ। মডেলের গলা কাটা ছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তাই প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা বলেই জানা যাচ্ছে।

হরিয়ানার এই মডেল সিম্মি চৌধুরী নামেও পরিচিত। কয়েক দিন আগে শীতলের বোন নেহা থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি জানান, ২৩ বছরের মডেল মিউজিক ভিডিওর শুটিং করতে ১৪ জুন আহার গ্রামে গিয়েছিলেন। তার পর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। রবিবার শীতলের দেহ উদ্ধার করে পুলিশ। মডেলের দেহ ময়নাতদন্তের জন্য এক সরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের পিছনে কী উদ্দেশ্য থাকতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ।

পানিপথের খলিয়া মাজরা গ্রামের বাসিন্দা শীতল। পেশায় মডেল হরিয়ানার গানের জগতের সঙ্গেও যুক্ত ছিলেন। মাত্র ছ’মাস আগেই গানের জগতে সফর শুরু করেন তিনি। শীতলের দিদির অনুমান, মডেলের প্রাক্তন বন্ধু সুনীল এই ঘটনায় জড়িত। তিনিই শীতলকে হত্যা করেছেন বলে অভিযোগ বোনের।

উল্লেখ্য, গত সপ্তাহেই আর এক নেটপ্রভাবী কমল কৌরের দেহ উদ্ধার করে পুলিশ। পঞ্জাবের গাড়ির পার্কিং এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল তার দেহ। পর পর এমন ঘটনা ঘটায়, ফের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2