দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, চিকিৎসা ব্যবস্থার দিকে আঙুল তুললেন মাহি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহির এক ছোট ভাই। আবু সাহেদ রাসেল নামে মাহির কাজিনের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী।
জানা যায়, শনিবার (২৮ জুন) রাতে ফেনী থেকে ঢাকা ফেরার পথে। রাসেল একটি নোহা গাড়িতে ছিলেন। যা নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। প্রায় ১৫ মিনিট পর স্থানীয় দুজন ব্যক্তি পানির নিচে ডুবে থাকা গাড়ির গ্লাস ভেঙে রাসেলকে উদ্ধার করেন।
তবে তার এই মৃত্যুর জন্য শুধু দুর্ঘটনাই নয়, চিকিৎসা ব্যবস্থার গাফিলতিও দায়ী- এমন অভিযোগ তুলেছেন মাহি নিজেই।
মাহি অভিযোগ করে বলেন, ‘প্রথমে রাসেলকে নেওয়া হয় ফেনীর বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু মাহির , পরিচয় ও বিল নিয়ে সন্দেহ থাকায় তারা রোগীকে ভর্তি নেয়নি। একজন মানুষের জীবন আগে, না টাকা-পয়সার হিসেব? ওরা ভাবছিল, কে এসেছে, বিল দেবে কিনা, পরিবার কে- এসব হিসেবেই ব্যস্ত ছিল।’
পরে রাসেলকে ভর্তি করা হয় একটি সরকারি হাসপাতালে। তবে সেখানে চিকিৎসা সত্ত্বেও ব্যবস্থাপনাগত দুর্বলতা ও অব্যবস্থাপনার কারণে সময়মতো কার্যকর চিকিৎসা হয়নি বলে দাবি মাহির।
তিনি আরও বলেন, ‘এই সমাজ, এই স্বাস্থ্যব্যবস্থা, এই মনুষ্যত্ব- সবকিছু আজ প্রশ্নের মুখে। আজ আমার ভাই, কাল আপনার। মানবতা ফিরে আসুক, মানুষের প্রাণই হোক অগ্রাধিকার।’
বিভি/জোহা
মন্তব্য করুন: