• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শাকিব খানকে মেগাস্টার বলতে জাহিদ হাসানের আপত্তি

প্রকাশিত: ১৬:১১, ১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
শাকিব খানকে মেগাস্টার বলতে জাহিদ হাসানের আপত্তি

জাহিদ হাসান ও শাকিব খান

ঢাকাই শোবিজের দুই নক্ষত্র শাকিব খান ও জাহিদ হাসান। একজন ছোট পর্দায় অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা, অন্যজন সিনেমার নায়ক। 

দুই যুগেরও বেশি সময় ধরে সিনেমায় কাজ করছেন শাকিব খান। ক্যারিয়ারের ২৫ বছরে পেয়েছেন মেগাস্টার খেতাব। তবে তাকে এই তমকা দিতে নারাজ অনেকেই। আর তাদের একজন হলেন অভিনেতা জাহিদ হাসান।  

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের নামের আগে ব্যবহার করা মেগাস্টার শব্দটি নিয়ে আপত্তির কথা জানান জাহিদ হাসান। তার কাছে ‘মেগাস্টার শব্দটি কানে লাগে’।

জাহিদ হাসান বলেন, আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাকে শুধু শাকিব খান বলা হয় না। বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।

এবারের কোরবানির ঈদে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’। সিনেমাটিকে এবার ঈদের চমক বলা হচ্ছে। কারণ, মুক্তির পর থেকে প্রতিদিন আয় বেড়েছে সিনেমাটির। এখনো ধরে রেখেছে দর্শক। এমনকি চতুর্থ সপ্তাহে এসে প্রদর্শনী ও আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে তাণ্ডবকে।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2