• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিবাহ বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন অভিষেক বচ্চন

প্রকাশিত: ১৭:০৬, ১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বিবাহ বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন অভিষেক বচ্চন

গত কয়েক বছরে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে জল্পনার অন্ত নেই। ১৭ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে দেওয়ার পরও প্রতি মুহূর্তে ভেসে আসে বিচ্ছেদের গুঞ্জন।যদিও তার নেপথ্য কারণও রয়েছে। 

সম্প্রতি নিজের নামে পাশ থেকে বচ্চন পদবি সরিয়ে বিয়ের পূর্বের রাই পদবিতে ফিরে গিয়েছেন ঐশ্বরিয়া। এ ছাড়া বচ্চনদের অন্দরের সমীকরণ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। শোনা যায় শাশুড়ি ও ননদের সঙ্গে বনিবনা নেই বচ্চন বধুর। সেই কারণে নাকি বাড়ি ছেড়ে দেন অভিনেত্রী। 

এ ছাড়াও অম্বানীদের বিয়েতে বচ্চন পরিবার একসঙ্গে উপস্থিত হলেও ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যার সঙ্গে আলাদা ভাবে যান। যা ভালো চোখে দেখেননি অনেকেই। তাদের নিয়ে এত জল্পনা হলেও নীরব ছিলেন বচ্চনেরা। অবশেষে নীরবতা ভাঙলেন অভিষেক।

সম্প্রতি হিন্দি সিনেমায় নিজের ২৫ বছর পূর্ণ করলেন অভিষেক বচ্চন। এমনিতেই গত কয়েক বছরে সাক্ষাৎকার দেওয়া কমিয়েছেন। তার পরিবার নিয়ে দর্শকের কৌতূহলের যে অন্ত নেই সেটা ভালোই বোঝেন অভিষেক। আগে যদিও তাদের নিয়ে নিরন্তর চর্চায় বিশেষ পাত্তা দিতেন না। কিন্তু এখন আঘাত পান তিনি। গোটা বচ্চন পরিবার নিয়ে যে খবর ছড়ায় তা পুরোটাই গুজব বলেই মত অভিষেকের। 

অভিনেতা বলেন, ‘আগে যখন এগুলো নিয়ে কথা হত পাত্তা দিতাম না। এখন খারাপ লাগে কারণ আমার একটা পরিবার আছে।’ কিন্তু তার ও ঐশ্বরিয়ার বৈবাহিক জীবন নিয়ে যে কাটাছেঁড়া চলে তাতে নীরবতাকে কেন ঢাল করেন অভিষেক? সেই প্রসঙ্গে অভিনেতা বলেন,‘আমি যতই সবটা পরিষ্কার করি না কেন, কোনও সমাধান হবে না। আমি যা-ই বলব সত্যির বদলে লোক তথ্য বিকৃত করবে। কারণ নেতিবাচক খবরই বিক্রি হয়। তাই এখন ভাবি আমার জীবনে যারা গুরুত্বপূর্ণ না, তরদেরকে উত্তর দেওয়ার দায়ও আমার নেই।’

তবে অভিষেক গণমাধ্যমে তাদের সম্পর্কের বর্তমান অবস্থান পরিস্কার করে কিছু বলেননি। তবে সামাজিক মাধ্যমে বিচ্ছেদের বিষয়টিকে গুঞ্জন বলে সম্বোধন করেছেন এই অভিনেতা। যা থেকে নেটিজেনরা অনুমান করছেন যে, এখনও বিচ্ছেদের পথে যায়নি অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2