হাবীবুল্লাহ বাহার কলেজে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

হাবীবুল্লাহ বাহার কলেজের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘থিয়েটার-মিডিয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২৫’। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
উৎসবে প্রদর্শিত হয় বাছাইকৃত ২৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে বিশেষ ক্যাটাগরিতে সেরা বিবেচনায় পাঁচটি চলচ্চিত্রকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। মনোনীত চলচ্চিত্রগুলো হলো— জুলাইয়ের চিঠি (পরিচালনা: লাহুল মিয়া), দ্য লাস্ট ওয়ার্ড (পরিচালনা: সাদেক সাব্বির), দ্য বয় ইন দ্য টোর্ন সুজ (পরিচালনা: বিপ্লব কুমার পাল), দ্য বার্ড (পরিচালনা: আব্দুল কাইয়ূম ভুঁইয়া) এবং বেবি গেইম (পরিচালনা: খালিদ বিন নাসির)।
চলচ্চিত্রগুলোতে দেশপ্রেম, মানবতাবোধ, জুলাই আন্দোলনের চেতনা, মব জাস্টিসের প্রভাব, নতুন প্রজন্মের ভাবনা এবং সমসাময়িক সামাজিক-সাংস্কৃতিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে।
এছাড়াও প্রদর্শিত হয়েছিল হেলিকপ্টার, ইউরিক এসিড, বিশ্বাস, ট্রু অর নাইটমেয়ার, পথ, প্যাসেঞ্জার, ইন্টারোগেশন, ঘোর, পুরান পুতুল, দ্য বন্ড, ওয়ানস আপ অন আ টাইম ইন জুলাই, জয়েনিং লেটার, দ্য ফ্ল্যাগ, ম্যাজিক রিমোর্টসহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্র।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ কর্নেল ইমরুল কায়েস (অব.)। উৎসবের সহযোগিতায় ছিল রেইন-ফরেস্ট মিডিয়া এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল নিউজ এক্সপ্রেস। দর্শকদের বিপুল আগ্রহ ও প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবটি কলেজ প্রাঙ্গণে এক ভিন্ন আবহ সৃষ্টি করে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: