• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শুটিং করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী স্বস্তিকা

প্রকাশিত: ১২:৪৩, ৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
শুটিং করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী স্বস্তিকা

টালিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রী স্বস্তিকা দত্ত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ভানুমতী ভূতের হোটেল’ সিনেমার শুটিং চলাকালীন তীব্র ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় এ টালি তারকাকে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩ জুলাই) এ ঘটনা ঘটেছে। আর নিজের এই শারীরিক অসুস্থতার কথা অভিনেত্রী স্বস্তিকা নিজেই জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, আমি জানি সব কিছু নির্দিষ্ট কারণেই ঘটে।

অভিনেত্রী স্বস্তিকা লিখেছেন, গতকাল শুটিংয়ের সময় পৃথিবীর অন্যতম খারাপ কষ্টের মুখোমুখি হয়েছি। তাৎক্ষণিক প্রযোজনা সংস্থা থেকে হাসপাতালে নেওয়া হয় আমাকে। আমার কর্নিয়া ড্যামেজ হয়ে গেছে। কখন, কীভাবে, কেমন করে, তা কোনো ধারণা নেই আমার। এখন শুধুই লড়াই করছি, খারাপ কষ্টের সঙ্গে।

তিনি আরও যোগ করেছেন, আমি সব সহ-অভিনেতা ও অভিনেত্রীদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সহযোগিতা করেছেন। সিনেমাটি আমার জন্য খুবই স্পেশাল। কথা দিচ্ছি, সিনেমাটিকে স্পেশাল করে তুলব। এটা আমার প্রতিজ্ঞা, যাই হোক না কেন। সিনেমার পরিচালক, প্রযোজক সবাই শুটিংয়ের ক্ষেত্রে এমনভাবে প্ল্যানিং করছে, যাতে আমার চিকিৎসা ঠিকঠাকভাবে হয়, চিকিৎসকের পরামর্শ নিয়ে শুটিং করতে পারি।

এ টালি তারকা আরও জানিয়েছেন, অসুস্থতার কারণে এ সপ্তাহে কিছু ব্র্যান্ডের শুটিং বাতিল করেছেন তিনি। তবে ভক্ত-শুবাকাঙ্ক্ষীদের প্রার্থনায় রাখতে বলেছেন তিনি। স্বস্তিকা বলেন, সময়টা খুবই খারাপ যাচ্ছে। কিন্তু চিকিৎসা শুরু হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2