• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আর্থিক সাহায্যের প্রয়োজন নেই ফরিদা পারভীনের

প্রকাশিত: ২০:০৮, ১০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
আর্থিক সাহায্যের প্রয়োজন নেই ফরিদা পারভীনের

ফরিদা পারভীন

কয়েকদিন ধরে কিডনি জনিত সমস্য নিয়ে হাসপাতালে্র আইসিইউ তে আছেন লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন। তার অসুস্থতা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে নানা গুজব। কেউ বলছেন তিনি মারা গেছেন, আবার কেউ বলছে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন এই শিল্পী।

সরজমিনে মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে গিয়ে খবর নিয়ে জানা যায়, এখনও আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় আছেন এই গুণী সঙ্গীতশিল্পী। আর আর আর্থিক সংকটে চিকিৎসা হচ্ছে না, সেই তথ্যটিও মিথ্যা। 

এ নিয়ে শিল্পীর ছোট ছেলে ইমাম জাফর নূমানী বাংলাভিশনকে বলেন, আম্মার অবস্থা ধীর ধীরে উন্নতি হচ্ছে। আর আর্থিক সংকটে চিকিৎসা হচ্ছে এটা ভুল। আর আমরা কোথাও কোনও সাহায্য চাইনি। আমার ফাউন্ডেশনের কিছু মানুষ আমাদের অনুমতি ছাড়া সরকারের কাছে আর্থিক সাহায্য চেয়েছে। আম্মা এই বিষয়টি মানতে পারিনি। এটা শুনে আমার ছোট একটা স্ট্রোক হয়ে গেছে। 

তিনি আরও যুক্ত করে বলেন, এখন পর্যন্ত আম্মার চিকিৎসার জন্য কারও সাহায্যের প্রয়োজন নেই। আমাদের যতটা আছে তাতেই তার চিকিৎসা হয়ে যাবে। 

জানা যায়,  ফরিদা পারভীনের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। গত কয়েক মাসে তিনবার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। 

বর্তমানে এই শিল্পীর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে একটি বিশেষ মেডিকেল বোর্ড। ৯ জুলাই রাত সাড়ে ১০টা থেকে প্রায় পৌনে ১২টা পর্যন্ত বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। জানা যায়, বর্তমানে তার যে শারীরিক অবস্থা তাতে বিদেশে নিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়।

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। 
 

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2