সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙার খবর সত্য নয়

বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলার খবর ছড়িয়েছে গণমাধ্যমে। ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডে বাড়িটি অবস্থিত। বাড়িটি ভাঙা নিয়ে নানা মহলে শুরু হয় ব্যাপক আলোচনা।
তবে জানা যায়, যে বাড়িটি ভাঙা হচ্ছে সেটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি নয়। বিভ্রান্তির মূল কারণ—এই রোডের নাম সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ হরিকিশোর রায়ের নামে, কিন্তু এই নির্দিষ্ট ভবনটি তাদের নয়।
বাড়িটি গত তিন দশক ধরে বাংলাদেশ শিশু একাডেমির ময়মনসিংহ জেলা কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় ভবনটি সরকার পরিত্যক্ত ঘোষণা করে এবং নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা বিমল পাল ও কবি ইয়াজদানি কোরাইশী কাজল জানান, এই বাড়িতে কখনো সত্যজিৎ রায়ের পরিবার থাকতেন না। এটি ছিল জমিদারির এক কর্মকর্তার বাসভবন। দেশভাগের পর এটি অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের নিয়ন্ত্রণে আসে।
তারা আরও জানান, হরিকিশোর রায় রোডের পাশেই ‘দুর্লভ ভবন’ নামে পরিচিত বাড়িটিই ছিল সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের পৈতৃক নিবাস। বর্তমানে সেখানে ‘দুর্লভ ডালিয়া টাওয়ার’ নামে একটি সুউচ্চ ভবন দাঁড়িয়ে আছে। ফলে যে ভবনটি ভাঙা হচ্ছে, সেটিকে সত্যজিৎ রায়ের স্মৃতিবিজড়িত বাড়ি বলে উল্লেখ করা সম্পূর্ণ ভুল।
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মেহেদী জামান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ভবন ভাঙার কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। এই জমিটি শিশু একাডেমি নামে বরাদ্দ আছে। সত্যজিৎ রায়ের পরিবারের সঙ্গে এই স্থাপনার কোনো সম্পৃক্ততা নাই।
বিভি/জোহা
মন্তব্য করুন: