• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জাবির ৪০০ শিক্ষার্থীকে নিয়ে জিসু এন্টারটেইনমেন্টের নতুন সিনেমা

প্রকাশিত: ১৮:৩০, ২৭ জুলাই ২০২৫

আপডেট: ১৮:৩১, ২৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
জাবির ৪০০ শিক্ষার্থীকে নিয়ে জিসু এন্টারটেইনমেন্টের নতুন সিনেমা

‘রুম নম্বর ২০১১’র সাফল্যের পর আবারও দর্শকদের জন্য ভিন্নধর্মী কাজ নিয়ে ফিরছেন তরুণ নির্মাতা শেখ জিসান আহমেদ। তার নতুন চলচ্চিত্র ‘12th Fail’ এর বাংলা ভার্সন মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ আগস্ট, জিসু এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী। এতে ‘শ্রদ্ধা’ চরিত্রে অভিনয় করেছেন স্নেহা বান্টা, ‘গৌরী’ চরিত্রে সাদ বিন মিজান, এবং ‘পান্ডে’ চরিত্রে রয়েছেন শের শাহ রাসেল। তাদের সঙ্গে কাজ করেছেন আরও বহু তরুণ ও উদীয়মান প্রতিভাবান শিক্ষার্থী, যা এই চলচ্চিত্রকে দিয়েছে এক ব্যতিক্রমী প্রাণ ও বাস্তবতার ছোঁয়া।

ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র ‘12th Fail’ অবলম্বনে নির্মিত এই বাংলা ভার্সনে থাকছে বাংলাদেশি প্রেক্ষাপটে মনোজ, শ্রদ্ধা, গৌরী ও পান্ডের জীবনসংগ্রামের প্রতিচ্ছবি।

চলচ্চিত্রটির ফার্স্টলুক ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মাঝে তুমুল আগ্রহ ও আলোচনার সৃষ্টি করেছে। চলচ্চিত্রটি নির্মাণে সহযোগিতা করেছে জোবায়েরস জিকে, যা শেখ জিসান আহমেদের সঙ্গে প্রথমবারের মতো যৌথ কাজ।

এর আগেও জিসু এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মনপুরা’, ‘জোকার’, ‘৯৬’, ‘আয়নাবাজি’-সহ দেশি-বিদেশি প্রায় ১০টি সিনেমার বাংলা রিমেক। এছাড়া ‘আবরার ফাহাদ’র হত্যাকাণ্ডের ঘটনা অবলম্বনে মৌলিক চলচ্চিত্র ‘রুম নম্বর ২০১১’, যা দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বিভি/জোহা

মন্তব্য করুন: