• NEWS PORTAL

  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘রূপনগরের রানী’ হলেন প্রিয়াঙ্কা জামান

প্রকাশিত: ১৪:৪৯, ৩১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘রূপনগরের রানী’ হলেন প্রিয়াঙ্কা জামান

প্রিয়াঙ্কা জামান

‘রূপনগরের রানী’ শিরোনামে একটি মিউজিক ভিডিওতে নাম ভূমিকায় মডেল হিসেবে কাজ করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন কলি সরকার। মিউজিকটি ভিডিও নির্মাণ করেছেন এমএইচ রিজভী।

গানটির মিউজিক ভিডিওতে ‘রূপনগরের রানী’র ভূমিকায় কাজ করে ভীষণ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা জামান। তিনি বলেন, ‘বিগত দিনে আমি যত মিউজিক ভিডিওতে কাজ করেছি তারমধ্যে কলি সরকারের গাওয়া রূপনগরের রানী গানটির মিউজিক ভিডিও আমার কাছে মনে হয়েছে আমার করা অন্যতম সেরা একটি কাজ। সবমিলিয়ে এই গানটি নিয়ে বিশেষ আমার পারফর্ম্যান্স নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি শ্রোতা-দর্শকদের ভীষণ ভালো লাগবে।’ 

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’। এদিকে প্রিয়াঙ্কা অভিনীত তিনটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সেগুলো হচ্ছে মান্নান গাজীপুরীর ‘কী করে বলবো তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রনা’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামী’।

বিভি/জোহা

মন্তব্য করুন: