• NEWS PORTAL

  • শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাভিশনের পর্দায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’

প্রকাশিত: ১৫:১১, ২৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:১১, ২৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বাংলাভিশনের পর্দায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’

বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ধারাবাহিক সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’ এবার দেখা যাবে বাংলাভিশনের পর্দায় বাংলা ডাবিংকৃত রূপে। আগামী ১ সেপ্টেম্বর শুরু হয়ে প্রতি শনিবার থেকে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে সিরিজটি, শুধুমাত্র বাংলাভিশনে।

এই মহাকাব্যিক ধারাবাহিকে উঠে এসেছে ওসমানীয় সাম্রাজ্যের সর্বশেষ শক্তিশালী সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়-এর শাসনকাল। দর্শকরা দেখতে পাবেন প্রাসাদের অন্তরালে রাজনীতি, ষড়যন্ত্র, রাষ্ট্র পরিচালনার কৌশল এবং ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে সুলতানের ঐতিহাসিক লড়াই। পাশাপাশি সিরিজটিতে উঠে এসেছে সাম্রাজ্যের আধুনিকায়নের প্রচেষ্টা এবং খিলাফত রক্ষার সংগ্রাম—যা দর্শকদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে নিয়ে যাবে।

বাংলাভিশন সর্বদা স্থানীয় কনটেন্ট ও নাটককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। এর পাশাপাশি “সুলতান আব্দুল হামিদ” হবে দর্শকদের জন্য একটি ব্যতিক্রমী সংযোজন, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত কাহিনীকে বাংলায় উপস্থাপন করবে।

বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘বাংলাভিশন দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং আমাদের শিল্পকে সর্বাগ্রে প্রাধান্য দেয়। এ ধারাবাহিক কোনোভাবেই দেশীয় কনটেন্টের বিকল্প নয়; বরং বিনোদনে এক ভিন্ন মাত্রা যোগ করবে। আমাদের দর্শকরা যেমন সংবাদ, দেশীয় ধারাবাহিক ও একক নাটক এবং বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করেন, তেমনি এবার তারা একটি বিশ্বমানের তুর্কি সিরিজ বাংলায় উপভোগ করবেন। এতে বিনোদনের পাশাপাশি ইতিহাসের শিক্ষাও থাকবে—ওসমানীয় সাম্রাজ্যের প্রেক্ষাপট, যুদ্ধ, প্রেম, বিদ্রোহ, বিরহ সবকিছুর সমন্বয় থাকবে।’

তিনি আরও যোগ করেন, ‘সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই ডাবিংয়ে অংশ নিয়েছেন আমাদের স্বনামধন্য দেশীয় শিল্পীরা—যারা থিয়েটার ও অভিনয়ে সমাদৃত। ডাবিংও এক ধরনের অভিনয়, আর এই অভিনয়ে যোগ দেওয়ার মাধ্যমে তারাও সিরিজটির অংশ হয়ে উঠেছেন।’

অতএব ইতিহাস, রাজনীতি আর নাটকীয়তার সমন্বয়ে অনন্য এই সিরিজ উপভোগ করুন পরিবারের সঙ্গে—শুধুমাত্র বাংলাভিশনের পর্দায়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2