• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

দুর্দান্ত জীবনসঙ্গী হতে চান তামান্না, খুঁজছেন প্রেমিক

প্রকাশিত: ১৯:০৭, ১২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দুর্দান্ত জীবনসঙ্গী হতে চান তামান্না, খুঁজছেন প্রেমিক

সাউথ ইন্ডিয়ান সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া হতে চান দুর্দান্ত জীবনসঙ্গী। নিজের জন্য খুঁজছেন প্রেমিক। দীর্ঘদিনের প্রেমিক বিজয় ভার্মার সাথে বিচ্ছেদের পর নতুন সম্পর্ক জুড়তে চান এই তারকা। সম্প্রতি জানিয়েছেন প্রেমিক খোঁজার কথা। ভারতীয় গণমাধ্যম টিভি নাইন এই তথ্য জানিয়েছেন।

তামান্না ভাটিয়াতার পুরোনো প্রেমিক, বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্ক শেষ করেছেন। আলাদা হলেও একসময়ের এই জনপ্রিয় জুটি কখনো একে অপরের প্রতি কটূক্তি করেননি। এ ছাড়া তাদের বিচ্ছেদের সঠিক কারণ নিয়েও এখন পর্যন্ত দুজনের কেউই মুখ খোলেননি।

প্রেমের জীবনে আপাতত ইতি টানলেও অভিনয়ে তামান্না ভাটিয়া এখনো দুর্দান্ত সময় কাটাচ্ছেন। এরই মধ্যে তিনি নতুন এক ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে জীবনসঙ্গী হিসেবে আরও ভালো হতে চান। এই বক্তব্যের মাধ্যমে কি তামান্না ভাটিয়া পরোক্ষভাবে তার ও বিজয় ভার্মার সম্পর্কের শেষের বিষয়টি প্রমাণ দিয়েছেন, তা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

দুজনের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়ার মধ্যে বিয়ে সংক্রান্ত মতপার্থক্য ছিল। অভিনেত্রী বিয়ে করে স্থায়ীভাবে জীবন গড়তে চাইছিলেন, কিন্তু বিজয় তখনই বিয়ে করতে রাজি ছিলেন না। বিচ্ছেদের পর অভিনেতার নতুন সম্পর্ক নিয়েও জল্পনা সৃষ্টি হয়েছে।

বিচ্ছেদজনিত যন্ত্রণা সামলে উঠতেও রীতিমতো কষ্ট পেতে হচ্ছে তামান্না ভাটিয়াকে। তবে ভালোবাসার ওপর তার আস্থা হারায়নি। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। এই খোঁজেই রয়েছি।’

তামান্না আরও বলেন, ‘আমার সঙ্গে থাকা মানুষটার যেন মনে হয়, সে গত জীবনে অনেক পুণ্য করেছে, তাই আমি তাকে পেয়েছি। জানি না সেই সুখী পুরুষটি কে হবেন, তবে আমি নিজেকে আরও ভালো করার চেষ্টা করছি।’

বিভি/এজেড

মন্তব্য করুন: