• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

স্কুবা ড্রাইভিংয়ে গুরুতর আহত হয়ে প্রাণ হারালেন ভারতীয় সঙ্গীতশিল্পী জুবিন গার্গ

প্রকাশিত: ১৮:০২, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
স্কুবা ড্রাইভিংয়ে গুরুতর আহত হয়ে প্রাণ হারালেন ভারতীয় সঙ্গীতশিল্পী জুবিন গার্গ

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং (পানির নিচে অক্সিজেন ট্যাংক নিয়ে সাঁতার) করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।  

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়া হলে শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন। গায়কের মৃত্যুর খবর পেয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিচ্ছে জুবিনের স্ত্রী গরিমা গার্গ।

জানা যায়, দীর্ঘ সংগীত জীবনে টালিউড ও বলিউডের বেশ কিছু সিনেমার গানে কণ্ঠ দিয়েছে তিনি। তাছাড়া অনেক বাংলা, হিন্দী, তামিল, তেলুগু, মারাঠী ও নেপালীসহ ৪০টি ভাষায় সর্বমোট ২০,০০০ থেকেও বেশি গান গেয়েছেন।বলিউড অভিনেতা ইমরান হাশমির ‘গ্য়াংস্টার’ ছবির ‘ইয়া আলি’ শিরোনামের গানটি গোটা ভারতে আলোড়ন তৈরি করেছিল।

জানা গেছে, নর্থ ইস্ট ফেস্টিভ্য়ালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নর্থ ইস্ট ফেস্টিভ্য়ালে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনধারা বিশ্ব দরবারে তুলে ধরা হয়। এই উৎসবের মাধ্যমে দেশটির উত্তর-পূর্ব অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত, হস্তশিল্প এবং খাবার প্রদর্শিত হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2