• NEWS PORTAL

  • শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

আলোচিত সেই মেক্সিকান তরুণীর মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট 

প্রকাশিত: ১৩:৫৪, ২১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আলোচিত সেই মেক্সিকান তরুণীর মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট 

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতার মুকুট উঠেছে মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশের মাথায়। কয়েকদিন আগেই আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে ‘আমি কোনো পুতুল নই’ বলে সাহসিকতার সাথে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। সেই ফাতিমা বশই জিতে নিলেন বিশ্বসৌন্দর্যের এই সর্বোচ্চ সম্মান। এই বছর রানারআপ হয়েছেন মিস থাইল্যান্ড।  

২১ নভেম্বর (বাংলাদেশ সময় সকাল ৭টা) ব্যাংককের আইকনিক মঞ্চে শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত পর্বে মেক্সিকোর ফাতিমা লড়াই করেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা এবং আইভরি কোস্টের সুন্দরীদের সাথে। বিচারকদের দেওয়া দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস ও দৃঢ়তার ছাপ রেখে ফাতিমা বাকি সব প্রতিযোগীকে পেছনে ফেলে দেন।

ফাইনালের কয়েকদিন আগে আয়োজক নাওয়াত ইৎসারাগ্রিসিলের কাছ থেকে ফাতিমা ‘ডাম্বহেড’-এর মতো অপ্রত্যাশিত মন্তব্য শুনেছিলেন। এমন অপমানে ক্ষুব্ধ ফাতিমা শুধু প্রতিবাদই জানাননি, বরং প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। তার এই দৃঢ় অবস্থান সেসময় বিশ্বজুড়ে আলোচনায় আসে। সহ-প্রতিযোগী এবং নেটিজেনদের সংহতি ও সমর্থনে তিনি ‘ভয়হীন নারী’ হিসেবে প্রশংসিত হন।

ফাইনালের মঞ্চে, বিশেষ করে নারী অধিকার, আত্মসম্মান ও নেতৃত্ব বিষয়ে তার উত্তর ছিল অত্যন্ত সুস্পষ্ট ও শক্তিশালী। তার এই আত্মবিশ্বাসী উত্তর মুহূর্তেই হলজুড়ে বিপুল করতালি কুড়ায় এবং প্রমাণ করে দেয় যে, প্রতিবাদ শুধু সাহস নয়, জয়ের পথও তৈরি করে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2