এবার ছোট ছেলের বিয়ে দিলেন আসিফ আকবর
বাংলা গানের যুবরাজ আসিফ আকবর বরাবরই ছেলে-মেয়েদের দ্রুত বিয়ের বিষয়ে সচেতন। তিনি নিয়ে একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেন। বাবা-মায়ের প্রতি সন্তানদের দ্রুত বিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই সঙ্গীতশিল্পী।
আসিফ নিজের সন্তানদেরও তাড়াতাড়ি বিয়ে সম্পন্ন করেছেন। বছর তিনেক আগেই বড় ছেলে শাফকাত আসিফ রণ’র বিয়ে দেন। এবার দিলেন ছোট ছেলেও বিয়ের খবর।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ফেসবুকে একটি পোস্টে ছোট ছেলের বিয়ের খবর জানান আসিফ আকবার। ছেলের বিয়ের ছবি দিয়ে তিনি লেখেন, আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। জনাব বাদল শাহরিয়ার এর মেয়ে লামিয়া তানজিম শ্রেয়সী এখন আমাদের বৌ'মা। এবার আত্মীয়তা ব্রাহ্মণবাড়িয়ায়।
তিনি আরও লেখেন, রুদ্র এবং শ্রেয়সী নতুন জীবনে পদার্পন করেছে। তাদের দাম্পত্য জীবন সুখী এবং সুন্দর হউক। আপনাদের কাছে আমার ছেলে এবং বৌ'মার জন্য দোয়া চাই।
আমার বড় ছেলে শাফকাত আসিফ রণ কানাডার টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, ছুটি মেলেনি। টরন্টোতেই বড় বৌ'মা ইসমাত শেহরীন ঈশিতার পরীক্ষা থাকায় তারা বিয়েতে অনুপস্থিত। তাদের খুব মিস করছি, আর এটাই জীবন।
এর আগে আসিফের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র’র বাগদান সম্পন্ন হয়েছে গত জানুয়ারি মাসেই। তবে বিষয়টি প্রকাশ্যে আনেনী বছরের ২৭ মে।
বিভি/জোহা




মন্তব্য করুন: