পর্দায় আসছে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’
বাঙালি জাতির সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই দীর্ঘদিনের। সেই লড়াই ফলে অনুষ্ঠিত হয় ৭১ এর মুক্তি যুদ্ধ, ৯০ এর আন্দোলন এবং ২৪ এর অভ্যুত্থান। আর এসব কিছুর সঙ্গে জড়িয়ে আছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট।
বাঙালি জাতিসত্তার বিভাজনের বেদনাবিধুর জন্মলগ্ন থেকে শুরু করে স্বাধীনতার রক্তক্ষয়ী সংগ্রাম, দীর্ঘদিনের গণতান্ত্রিক লড়াই পেরিয়ে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। সিনেমাটির গল্প লিখেছেন ও প্রযোজনা করেছেন খালিদ মাহবুব তুর্য। আর এটি পরিচালনা করছেন আহমেদ হাসান সানি।
এনিয়ে পরিচালক আহমেদ হাসান সানি বলেন, আমি আগেও দেশের বিভিন্ন ইস্যু নিয়ে বানিয়েছি। তবে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমাটি ২৪ এর জুলাই আন্দোলনের প্রথম সিনেমা। আশাকরি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।
সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ, তানভীর অপূর্বসহ অনেকেই।
এ টকিং ট্রিস প্রডাকশনের এর ব্যানারে নির্মিত সিনেমাটির সহ-প্রযোজনায় রয়েছে শ্যামল বাংলা মিডিয়া লি:। জানা যায়, আগামী ১৬ জানুয়ারি সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
বিভি/জোহা




মন্তব্য করুন: