• NEWS PORTAL

  • শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

মাদক মামলায় গ্রেফতার জনপ্রিয় অভিনেতা

প্রকাশিত: ১৯:৩৯, ৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মাদক মামলায় গ্রেফতার জনপ্রিয় অভিনেতা

জনপ্রিয় ড্রামা সিরিজ ‘কিলজিলজিক শেরবেতি’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বিশ্বে জনপ্রিয়তা কুড়িয়েছেন তুরস্কের অভিনেতা দোহুকান গুঙ্গর। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেফতার করেছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সম্প্রীতি মাদক সংশ্লিষ্টতার অভিযানে দেশটিতে গণমাধ্যম, শিল্পকলা এবং ব্যবসায়িক খাতের ব্যক্তিত্বদের আটক করা হয়েছে। এরপর যাচাই- বাছাই শেষে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুঙ্গরের বিরুদ্ধে আনার অভিযোগরে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি। তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত অব্যাহত থাকায় দেশটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনকে হেফাজত নেওয়া হয়েছে।

দোহুকান গুঙ্গর ১৯৯৬ সালে ১ জুলাই আঙ্কারায় জন্মগ্রহণ করেন। তিনি বেকেন্ট বিশ্ববিদ্যালয়ে অভিনয় অধ্যয়ন করেন এবং ধ্রুপদী এবং আধুনিক উভয় থিয়েটারেই কাজ করেন।

তার মঞ্চ কাজের মধ্যে রয়েছে ‘ওথেলো", ‘বিজিম কোয়ুন আদেতি’ এবং ‘হিক কিমসেনিন ওইকুসু" (কারো গল্প নয়) চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও জনপ্রিয় টিভি সিরিজ ‘ওয়ান লাভ’ অভিনয়ে ব্যাপত প্রশংসা অর্জন করেন।

এর আগে দেশটিতে হ্যাবারতুর্ক টিভির প্রধান সম্পাদক মেহমেত আকিফ এবং সংবাদ উপস্থাপক এলা রুমেসা সেবেসিকে গ্রেপ্তার করা হয়েছিল। গত অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানের মূল লক্ষ্য ছিল সংগীতশিল্পী, অভিনেতা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ব্যবসায়ীদের সমন্বয়ে গড়ে ওঠা একটি মাদক চক্র।

অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজনদের নিয়মিত জিজ্ঞাসাবাদ, রক্ত ও চুলের নমুনা ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2