‘ছায়া বৃত্ত’ নিয়ে স্টেন্টোরিয়ানের প্রত্যাবর্তন
বাংলাদেশি মেটাল ব্যান্ড স্টেন্টোরিয়ান দুই দশকেরও বেশি সময় নীরবতার পর একটি নতুন একক গান, ‘ছায়া বৃত্ত’ নিয়ে ফিরে এসেছে, যা ব্যান্ডের দীর্ঘ যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে।
ব্যান্ডের প্রাথমিক সৃজনশীল পর্যায়ের ২৩ বছর পর প্রকাশিত, ট্র্যাকটি সময়, দূরত্ব এবং শৈল্পিক অধ্যবসায়ের মাধ্যমে প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয়। ব্যান্ডটিকে নতুন ধারায় নিয়ে গেছে এই প্রত্যাবর্তন।
এই প্রত্যাবর্তনের একটি উল্লেখযোগ্য দিক হলো মূল প্রতিষ্ঠাতা সদস্য তোর্সার কণ্ঠে প্রত্যাবর্তন। ২০ বছরেরও বেশি সময় পর স্টেন্টোরিয়ানের সাথে তার প্রথম সহযোগিতার চিহ্ন হিসেবে তার অংশগ্রহণ, ব্যান্ডের নতুন অধ্যায়ে একটি পরিচিত কিন্তু পরিপক্ক কণ্ঠস্বর নিয়ে আসে।
‘ছায়া বৃত্ত’ আবেগঘন বন্দিদশা, অদৃশ্য সীমানা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে; বাহ্যিক লড়াই কমে যাওয়ার পরেও যে সংগ্রাম অব্যাহত থাকে।
গিটারে সুর তুলেছেন টুটুল রাশীদ এবং জেমস, আর বেসে ছিলেন শামস। তাদের এই দারুণ টিম নিয়ে আবার নতুন করে শুরু করেছে অনবদ্য পথচলা।
স্টেন্টোরিয়ান ব্যান্ডের ফিরে আসাকে পেছনে ফিরে তাকানো নয়। বরং নতুন এক ধারাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় হিসেবে নেওয়া হচ্ছে।
বিভি/এআই



মন্তব্য করুন: