বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ধানুশ ও ম্রুণাল
দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন চলছে অনেকদিন ধরেই। খবর পাওয়া গেছে সেই গুঞ্জন এবার বিয়েতে রূপ নিতে যাচ্ছে। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা যুগল।
ভারতীয় সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় জোরালো গুঞ্জন, আগামী ২৬ ফেব্রুয়ারি চার হাত এক হতে চলেছে। বিয়ের আসর হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুরকে। সেখানকার একটি বিলাসবহুল প্রাসাদেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।
তবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের চেয়ে ব্যক্তিগত পরিসরকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই জুটি। সেখানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। সম্পর্ক নিয়ে ধানুশ কিংবা ম্রুণাল কারও পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বিভি/এসজি



মন্তব্য করুন: