অরিজিতের প্লেব্যাক জগৎ থেকে বিদায়, শ্রেয়া ঘোষালের মন্তব্য ভাইরাল
বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে বিদায়ের খবরে হতাশ তার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া ও আবেগঘন বার্তা। এমন পরিস্থিতিতে অরিজিৎকে ঘিরে ভাইরাল হয়েছে সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের এক আবেগী ও অনুপ্রেরণামূলক মন্তব্য।
প্লেব্যাক দুনিয়া থেকে অরিজিতের বিদায় ঘোষণার পর তৈরি হচ্ছে অসংখ্য কনটেন্ট, আলোচনা ও সংবাদ। বিষয়টি নিয়ে খোলামেলা কারণ গায়ক নিজে জানানোর পাশাপাশি গায়কের বোনও বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। এদিকে অরিজেতর সহকর্মীরা বিষয়টি নিয়ে জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া। যার মধ্যে শ্রেয়া ঘোষালের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।
অরিজিতের প্লেব্যাক দুনিয়া থেকে বিদায় নেয়ার সিদ্ধান্তকে একেবারেই নেতিবাচক মনে করছেন না শ্রেয়া। বরং এটিকে তিনি অরিজিৎ-এর জীবনের নতুন অধ্যায়ের শুরু হিসেবে বিবেচনা করছেন।
অরিজিৎকে জিনিয়াস হিসেবে আখ্যা দিয়ে সোশ্যাল হ্যান্ডেলে শ্রেয়া লেখেন, আমি কখনোই এটাকে একটি যুগের অবসান বলব না। বরং ও নতুন কী সৃষ্টি করবে সেটা শোনা ও অনুভব করার জন্য আমার তর সইছে না।
শ্রেয়া আরও লেখেন, ‘তার মতো বড়মাপের শিল্পীকে কখনোই প্রথাগত মাধ্যম কিংবা নির্দিষ্ট ছকে আটকে রাখা সম্ভব নয়। আরও উঁচুতে ওড়ার সময় এসেছে প্রিয় অরিজিৎ।’
অরিজিতের এমন স্পর্শকাতর সময়ে শ্রেয়ার এই ইতিবাচক ও সম্মানজনক মন্তব্যে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, প্রকৃত শিল্পীদের এমন উদার মানসিকতাই শিল্পের সৌন্দর্য বাড়ায়।
সংগীতশিল্পী অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল অসংখ্য ডুয়েট হিট গান উপহার দিয়েছেন সংগীতপ্রেমীদের। তাদের গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে রাত ভর, সামঝাওয়া, মানওয়া লাগে, হীররাজনা, হিরিয়ে, মেনে সোচাকে চুরালু, তু চালে, তুই ছুলি যখন, পাল এক পাল, নাম না জানা কোনো পাখি ইত্যাদি।
বিভি/টিটি



মন্তব্য করুন: